শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:১০:৩৪

'শিল্পের কোনো সীমান্ত নেই', পাকিস্তানী শিল্পীদের পাশেই বলিউড

'শিল্পের কোনো সীমান্ত নেই', পাকিস্তানী শিল্পীদের পাশেই বলিউড

বিনোদন ডেস্ক : '৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে। নয়ত ধাক্কা মেরে বের করে দেয়া হবে।' উরি হামলার কারণে ভারত-পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যে এই হুমকি দেয় রাজ ঠাকরের MNS। তাদের দাবি, ভারত ছাড়তে হবে পাকিস্তানি শিল্পীদের। এমনকি, পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করছে এমন প্রযোজক-পরিচালকদের উদ্দেশেও হুমকি দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা। এবার MNS-র হুমকির প্রতিবাদে মুখ খুললেন বলিউডের প্রযোজক-পরিচালকরা।

ফাওয়াদ খান, মাহিরা খানদের পাশে দাঁড়ান পরিচালক হনসল মেহতা। রাজ ঠাকরের দলের প্রতি 'শহিদ', 'আলিগড়'-এর পরিচালকের কটাক্ষ, 'পরেরবার কেন্দ্রীয় সরকারের জন্য MNS-কে নির্বাচিত করা উচিত। ভারত-পাকিস্তান সমস্যার সমাধান তারা বের করে দিয়েছে। পাকিস্তানি শিল্পীরাই তো সীমান্তে উত্তেজনার দায়ি।'

একইভাবে MNS-র হুমকির সমালোচনা করেছেন পরিচালক বিক্রম ভাট। 'ক্রিকেট বা পাকিস্তানি অভিনেতাদের এ দেশে প্রবেশ নিষিদ্ধ করা ঠিক নয়। এতে কোনো লাভ হবে না। বরং আমাদের উচিত পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা', মন্তব্য 'রাজ' ছবির ডিরেক্টর বিক্রমের। তিনি আরো মনে করেন, শিল্পীদের ব্যান করে আদপে মূল ইস্যুকে 'গুরুত্বহীন' করে দেয়া হবে।

ভারতে কাজ করা পাকিস্তানি অভিনেতাদের কি উরি হামলার নিন্দা করা উচিত? এই প্রশ্নের উত্তরে বিক্রম ভাট বলেন, 'আমার মনে হয় করা উচিত। কিন্তু, সঙ্গে এটাও মনে রাখা উচিত, তাদের ওই দেশে ফিরে যেতে হবে। বিরুদ্ধে বললে, তারা নিজের দেশে নিশানা হয়ে যাবেন। শিল্পকে রাজনীতি থেকে দূরেই রাখা উচিত।'

এদিকে, সামনেই মুক্তি পাবে ফাওয়াদ খান অভিনীত করণ জোহরের 'এ দিল হ্যায় মুশকিল'। তবে এখনো এই ইস্যুতে কোনো মন্তব্য করেননি ফাওয়াদ বা করণ।

Bollywood unhappy with MNS' ultimatum banning Pakistani actors

Some bollywood filmmakers have expressed their displeasure in MNS' ultimatum of banning Pakistani actors working in India. Filmmakers like Hansal Mehta and Vikram Bhatt openly slammed Raj Thackeray-led MNS on the issue.-টাইমস অফ ইন্ডিয়া
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে