বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০৮:৪৫:৪৯

ওকে নিয়ে বাকি জীবনটা গান দিয়ে ভালো থাকতে চাই: সালমা

ওকে নিয়ে বাকি জীবনটা গান দিয়ে ভালো থাকতে চাই: সালমা

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী ভক্তদের উদেশ্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি অনুরোধ জানিয়েছেন, অনুরোধ হলো তাঁর জীবনে যা ঘটে গেছে তা নিয়ে যেন কেউ আর না লিখেন, বা বলেন।  এসব কারণে কষ্টটা আরো বেড়ে যায় বলে উল্লেখ করেছেন।  

সালমা মা ও মেয়ের সম্পর্ক নিয়ে লিখেছেন,  মা আর সন্তানের এই সম্পর্ক কোনো কিছুর বিনিময়ে হয় না।  আমার স্নেহা আমার জীবন। ওকে নিয়ে বাকি জীবনটা গান দিয়ে ভালো থাকতে চাই।

ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। একটা রিকোয়েস্ট করবো সবাইকে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এগুলো নিয়ে কেউ কিছু লিখবেন না, বলবেন না। বিকজ বারবার দেখেশুনে বারবার কষ্টটা আরো বেশি হয়।

সবার নিকট দোয়া চেয়ে এই কণ্ঠ শিল্পী লিখেছেন, আমার আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমি স্নেহা আর আমার গান দিয়ে ভালো থাকতে চাই।
০১- ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে