শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২০:০৫

ঢাকাই শিল্পীদের প্রতি ভারতীয় নির্মাতাদের আগ্রহ বৃদ্ধি

ঢাকাই শিল্পীদের প্রতি ভারতীয় নির্মাতাদের আগ্রহ বৃদ্ধি

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেতা আর অভিনেত্রীদের বাংলাদেশে একটি গ্রহণযোগ্যতা রয়েছে। এমন ধারণা থেকে এতদিন সেদেশের শিল্পীরা এ দেশের সিনেমায় অভিনয় করেছেন। তবে এবার পাশার দানটা একটু উল্টো হয়েছে।

এবার বাংলাদেশের শিল্পীদের কদর বাড়ছে ভারতীয় নির্মাতাদের মাঝে। তবে এই তালিকায় আগে ছিলেন ফেরদৌস। এবার তার পাশাপাশি যুক্ত হয়েছেন জয়া আহসান, তমা মির্জা ও নুসরাত ফারিয়া।

ভারতীয় নির্মাতাদের কাছে বাংলাদেশের ফেরদৌস অত্যন্ত পরিচিত একটি মুখ। তার অভিনয় শৈলীতেও মুগ্ধ সেদেশের নির্মাতা ও দর্শক। যার ফলে সেদেশটির বহু সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এদিকে কিছুদিন আগে বাংলাদেশের মেয়ে তমা মির্জা কলকাতার তিনটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো চমকে দিয়েছেন ঢালিউডপাড়াকে।

তমা মির্জা সেদেশের সুপার স্টার জিৎ-এর বিপরীতে ‘এক্স বয়’, সোহমের বিপরীতে ‘বোঝেনা সে বোঝেনা’ এবং ‘তোর খোঁজে’ সিনেমায় হিরণের বিপরীতে চুক্তিবদ্ধ হন। এ তিনটি সিনেমাই নির্মাণ করছেন সেদেশের গুণী পরিচালক রাজ চক্রবর্তী।

এছাড়া সম্প্রতি জিবাংলার জন্য ‘মিশন সাকসেস’ নামের একটি সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমাটি ঈদের পরেই শুটিং শুরু হবে। এতে তার বিপরীতে রয়েছে কৌশিক ব্যাণার্জি।

অপরদিকে বাংলাদেশের মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের কিসার বয়খ্যাত ইমরান হাশমির বিপরীতে ‘গাওয়াহ্: দ্য উইটনেস’ সিনেমাতে। এ ছবিটি নির্মাণ করছেন গুণী নির্মাতা বিষ্ণু দত্ত।

এদিকে বাংলাদেশের অভিনয় শিল্পীদের প্রতি ভারতীয় নির্মাতেদর আগ্রহটি ইতিবাচক বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এ ধারাটি বজায় থাকলে আগামীতে দু’দেশের মধ্যে সম্পর্কটা আরো জোরদার হবে।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমটি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে