রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০১:৪৫:৫৫

৬ শহরে আইয়ুব বাচ্চুর গিটার উৎসব

৬ শহরে আইয়ুব বাচ্চুর গিটার উৎসব

বিনোদন ডেস্ক : গানের পরিবর্তে এবার গিটার বাজিয়ে বাংলাদেশের ছয় শহর মাতাবেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। আগামী মার্চ থেকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, রাজশাহী ও খুলনা শহরে ধারাবাহিকভাবে গিটার উৎসব উদযাপন করবেন তিনি।

‘এবি উইথ সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামে এ গিটার উৎসবের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সব সময় মঞ্চে গান গাওয়া হয়, ভবিষ্যতেও গান গাওয়ার অনেক সুযোগ আছে। কিন্তু ব্যান্ডবাদ্যি নিয়ে এখানে উল্লেখযোগ্য কোনো আয়োজন নেই। তাই গিটারে গানের উৎসবের আয়োজন করা।

তিনি বলেন, তাছাড়া বিভিন্ন সময়ে দেশ-বিদেশের নানা স্থানে আমি গিটারের ভক্ত পেয়েছি, যারা শুধু গিটারের শব্দ শুনতে চেয়েছেন। সেসব গিটার-পাগল ভক্তের জন্যই ছয় জেলা শহরে আমার এই আয়োজন।

উৎসবে এবির নিজস্ব মিউজিক ছাড়াও জনপ্রিয় গানসহ একাধিক গানের পরিবেশনা থাকবে।

উল্লেখ্য, আজ চ্যানেল আইয়ের `গানের উৎসব` অনুষ্ঠানে একটানা আড়াই ঘণ্টা সংগীত পরিবেশন করবেন আইয়ুব বাচ্চু। মৌসুমী বড়ূয়ার উপস্থাপনায় এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে