শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১১:৩৮:২৫

এক নম্বর নায়ক হয়ে বিপদ টেনে এনেছি: শাকিব খান

এক নম্বর নায়ক হয়ে বিপদ টেনে এনেছি: শাকিব খান

শাকিব খান, চলচ্চিত্রের শীর্ষ নায়ক। আজ শনিবার বিকালে দেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি সংগঠন মিলে শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকাল কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কথা বলেন শাকিব খান।   

শাকিব খান, কেমন আছেন?

সুপারস্টার হওয়ার যে কী যন্ত্রণা! দেশের চলচ্চিত্রের এক নম্বর নায়ক হয়ে আমি যে কত বিপদ টেনে এনেছি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি!

আপনি এখন কোথায়?

পাবনায়, আমার যেখানে থাকার কথা, সেখানেই আছি। শুটিং করছি। আজ সারাদিনই শুটিং করেছি। এখন রুমে এসে বিশ্রাম নিচ্ছি।

আপনি নিশ্চয়ই শুনেছেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩টি সংগঠন আপনার সঙ্গে আর কাজ করবে না।

সবাই দেখছে ১৩টি সংগঠন। কিন্তু আমি বলব পুরো ঘটনাটি একজন ঘটাচ্ছে।

আপ​নি কার কথা বলছেন?

বদিউল আলম খোকন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব। সে ছিল অশ্লীল ছবির পরিচালক। তখন তাকে নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল। সে আদালতে গিয়ে হাজিরা দিত। আমি তাকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলাম। তাকে দিয়ে ভালো ছবি বানিয়েছিলাম আর আমিই ওই ছবিতে অভিনয় করেছিলাম। এখন সে–ই আমার বিরুদ্ধে লেগেছে।

আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে?

কারণ আমি এখন তার ছবি করছি না। আমি এখন নতুন পরিচালকের সঙ্গে কাজ করছি। এটা তিনি সহ্য করতে পারছেন না। তিনি ব্যক্তিস্বার্থে পুরো চলচ্চিত্র পরিচালক সমিতিকে ব্যবহার করছেন। আজ তারা শামিম আহমেদ রনির সদস্যপদ বাতিল করেছেন, কাল আরেকজন নতুন পরিচালককে বাতিল করবেন। তারা কোনো ভাবেই নতুনদের এখানে ঢুকতে দিতে চান না।

আজ শনিবার বিকালে যে সিদ্ধান্ত হয়েছে, এ ব্যাপারে আপনি কোনো উদ্যোগ বা পদক্ষেপ নেবেন?

অবশ্যই নেব। আমি কাল রোববার সকালেই ঢাকায় ফিরছি। পরশু সোমবার আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।

কী তুলে ধরবেন?

আমাকে শেষ করে দেওয়াই হচ্ছে তাদের মূল পরিকল্পনা—সংবাদমাধ্যমের কাছে আমি এটাই তুলে ধরব।

সংবাদ সম্মেলন এফডিসিতেই করবেন?

না, এফডিসির বাইরে করব। কারণ সেদিন দেখি শিল্পীদের এফডি​সিতে ঢোকার সময় পুলিশ দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি খুবই কষ্ট পেয়েছি।

চলচ্চিত্র পরিচালক সমিতি আপনাকে যে আইনি নোটিশ পাঠিয়েছে, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন?

আমাকে তারা সেই সময়টুকু দিয়েছে? আমি তো অবশ্যই তার একটা জবাব দেওয়ার জন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করতাম কিংবা পরিচালকদের সঙ্গেও কথা বলতাম। আমাকে আইনি নোটিশ পাঠিয়ে তারা নিজেরাই বেআইনি কাজ করছে। আসলে তাদের উদ্দেশ্য শাকিব খানকে শেষ করে দেওয়া। কিন্তু এটা তারা একবারও ভাবছে না, আমি এখন আর একজন ব্যক্তি শাকিব খান না, এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট। আমাকে শেষ করা মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকেও শেষ করে দেওয়া।

আপনি তো এখনো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। এই সংগঠন থেকে কিছু করার কথা ভেবেছেন?

আমি ঢাকায় ফিরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির জরুরি সভা আহ্বান করছি। চলচ্চিত্রের শিল্পীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ নেব।

আপনি মনে করেন, চলচ্চিত্রশিল্পীরা আপনার সঙ্গে আছেন?

অবশ্যই! কেন, কোনো সন্দেহ আছে? নায়করাজ রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, বাপ্পারাজ—তারা কী বলছেন, পড়েছেন? দেখেছেন?

আপনি অনেক দিন থেকে বলছেন, আপনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।

আমি আবারও বলছি, গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র। সালমান শাহকে নিয়েও এমন ষড়যন্ত্র হয়েছিল। শেষ পর্যন্ত সালমান শাহ মারা যান। মৃত্যুর আগে তিনি করুণভাবে সবাইকে অনুরোধ করেছিলেন, কিন্তু তার কথা কেউ বুঝতে পারেনি। আর এর জন্য চলচ্চিত্রশিল্পকে অনেক খেসারত দিতে হয়েছে।

ঈদ মানে প্রেক্ষাগৃহে শাকিব খানের ছবি থাকবেই। এবার তাহলে কী হবে?

কিছুই হবে না। অপেক্ষা করুন। দেখুন। আমি অনেক কষ্ট করে আজকের অবস্থানে এসেছি, কেউ আমাকে কোলে করে এনে এখানে বসিয়ে দিয়ে যায়নি। হ্যাঁ, আমার পেছনে অনেকেরই অবদান আছে, কিন্তু আমি তো তাদেরকে অস্বীকার করছি না।

ভক্তদের উদ্দেশে কিছু বলতে চান?

আমি আশা করব আমার ভক্তরা এই সময় আমার পাশেই থাকবেন। তারা আমার বিরুদ্ধে সব চক্রান্ত আর ষড়যন্ত্র ধ্বংস করে দেবেন।

রাত হয়েছে। আপনাকে ধন্যবাদ।

সৌজন্য-চ্যানেল আই

২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে