শনিবার, ২৭ মে, ২০১৭, ০৭:০৯:১৫

ভুল বানানের ব্যানার নিয়ে জাতির জনককে শ্রদ্ধা শিল্পী সমিতির!

ভুল বানানের ব্যানার নিয়ে জাতির জনককে শ্রদ্ধা শিল্পী সমিতির!

বিনোদন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নতুন কমিটি । শনিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সমিতির নেতৃবৃন্দ।

তবে, নব-নির্বাচিত ওই কমিটি যে ব্যানার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল, সেই ব্যানারে বঙ্গবন্ধুর নামটি ভুলভাবে লেখা হয়েছে। এতে বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছে ’শেখ মুজিবর রহমান’ ।

জাতির পিতার নামের বানানে এমন ভুলে অনেকেই নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, জাতির জনকের নাম প্রকাশ্যে ভুলভাবে উপস্থাপন অপরাধের পর্যায়ে পড়ে। চলচ্চিত্রের একটি দায়িত্বশীল সংগঠন কিভাবে এমন কাজ করতে পারে-এমন প্রশ্নও করছেন অনেকে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সভাপতি মিশা সওদাগর, সহ সভাপতি রিয়াজ ও নাদের খান, সাধারণ সম্পাদক জায়েদ খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য রোজিনা, অঞ্জনা, আলীরাজ, নানা শাহ, পপি, সাইমন সাদিক, জেসমিন ও নাসরিন।

কমিটির সঙ্গে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা ফারুক ও অভিনেত্রী কবরী। আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী আনোয়ারা ও তার মেয়ে মুক্তিসহ অনেকেই।

এদিকে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, আজ বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাবে শিল্পী সমিতির নতুন কমিটি।

২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে