রবিবার, ১৮ জুন, ২০১৭, ১২:১৬:৩০

ওরা আমার চোখে জল এনে দিয়েছে: অপু বিশ্বাস

ওরা আমার চোখে জল এনে দিয়েছে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: অনেক বছর পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে অন্যরকম দিন ছিল গতকাল শনিবার। রাতে নিজের সেই অনুভূতির কথা তিনি লিখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। তিনি লিখেছেন, ‘ওদের কাছাকাছি না গেলে বুঝতে পারতাম না, জীবনের অন্য কোন মানে আছে। ওরা আমার চোখে জল এনে দিয়েছে। আমাকে কাঁদালো, আমায় হাসালো। জীবনের মানে শেখালো। আমি অত্যন্ত খুশি এই সুবিধাবঞ্চিত ফেরেশতাদের পাশে একটু হলেও দাঁড়াতে পেরে।’

এরপর কথা হলো অপু বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, গতকাল শনিবার দুপুরে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তিনি নতুন জামা তুলে দিয়েছেন। ‘আমাল’ নামের একটি প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে। তাদের আমন্ত্রণে অপু বিশ্বাস এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন। রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

সুবিধাবঞ্চিত এই ছেলেমেয়েরা অপু বিশ্বাসকে কাছে পেয়ে দারুণ খুশি হয়েছে। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি ‘রাজনীতি’র গান ‘ও আকাশ বলে দেনা’র সঙ্গে নাচ করেছে তারা।

এই আয়োজনে অংশ নেওয়ার জন্য অপু বিশ্বাসকে আয়োজক প্রতিষ্ঠান থেকে সম্মানী দেওয়া হয়। এই সম্মানীর খামটি নেননি তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আয়োজক, আমন্ত্রিত অতিথি ও অপু বিশ্বাস

অপু বিশ্বাস বলেন, ‘আমি খামটি এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে দিয়েছি। আমি চেয়েছি ঈদের দিন ওরা যেন ভালো খাবার খেতে পারে। এরপর ওদের মুখে যে হাসি দেখেছি, তা আমার জীবনে এক অনন্য পাওয়া।’

সন্ধ্যায় বনানীর এক রেস্তোরাঁয় ইফতার পার্টিতে অংশ নেন অপু বিশ্বাস। এই আয়োজন করেছে বঙ্গ। অপু জানান, এখানে চিত্রতারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে তার দেখা হয়। তারা নানা বিষয়ে কথা বলেছেন। বাচ্চাকে দেখাশোনার ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছেন বর্ষা। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ
১৮ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে