শনিবার, ২৪ জুন, ২০১৭, ০১:৩৬:২৩

আজীবন নিষিদ্ধের সংবাদ শুনে যা বললেন শাকিব খান

আজীবন নিষিদ্ধের সংবাদ শুনে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ঐক্যজোট শাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণার সংবাদ শুনে লন্ডনের এক হোটেল থেকে ঢাকাই লচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান বলেন ‘আমি ষড়যন্ত্রের শিকার।’

‘চালবাজ’ ছবির শুটিংয়ে শাকিব এখন ইংল্যান্ডে। কিন্তু ছবির কাজ হয়নি। আগামী ২৬ জুন দেশে ফিরছেন। এসে সংবাদ সম্মেলন করবেন। তার আগে বেশি কিছু বলতে চান না তিনি। তবে আজ প্রযোজক মোহাম্মদ ইকবালের মাধ্যমে কিছু কথা বলেছেন দেশসেরা নায়ক।

শাকিব খান জানান, এপ্রিল মাসে তাকে যখন নিষিদ্ধ করা হয়, তখন স্বেচ্ছায় তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে যাননি। চিত্রনায়ক আলমগীরের অনুরোধে গিয়েছিলেন। আর তিনি কারও কাছে ক্ষমা চাননি। পরে সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

শাকিব খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ৫ শতাধিক, চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতির সদস্য ২৪০ জন আর চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ৩ শতাধিক। কিন্তু আন্দোলন করছে হাতে গোনা মাত্র কয়েকজন। কিন্তু যারা তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছে; তারা আসলে কারা, তারা কতজন? গত ১৮ জুন সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুকের নাম উচ্চারণ করে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি ‘সাহেব’ বলেছেন।’

শেষে তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য বড় চক্রান্ত হচ্ছে। যারা কাজ করছে কিংবা কাজ করতে চাচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি সেই চক্রান্তকারীদের মুখোশ খুলে দিতে চান।’

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে