শনিবার, ২৪ জুন, ২০১৭, ০১:০০:২২

লন্ডনে শাকিব খানের ‘চালবাজ’-এর শুটিং বন্ধে জিৎ, দেবসহ নিন্দায় সরব টলিউড

লন্ডনে শাকিব খানের ‘চালবাজ’-এর শুটিং বন্ধে জিৎ, দেবসহ নিন্দায় সরব টলিউড

বিনোদন ডেস্ক: প্রযোজক সংস্থার সঙ্গে টেকনিসিয়ান সংস্থার লড়াইয়ে লন্ডনের মাটিতে বন্ধ হয়ে গিয়েছে শাকিব খানের ’চালবাজ’ ছবির শুটিং। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী। ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’-র নির্দেশে টেকনিশিয়ানরা কাজ বন্ধ করে দেয়ায় গোটা ‘চালবাজ’ টিম ফিরে আসতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক অশোক ধানুকা।  

তিনি জানিয়েছেন, আগামী ৪ঠা জুলাই পর্যন্ত লন্ডনের নানা জায়গায় কাজ রাখা হয়েছিল। বিদেশে বাংলা ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়ার পেছনে টেকনিশিয়ান  ফেডারেশনের ভূমিকা নিয়ে নিন্দায় সরব হয়েছেন অভিনেতা জিৎ এবং অভিনেতা তথা প্রযোজক দেব। ক্ষুব্ধ টলিউডের বড় অংশ। জিৎ  বলেছেন, এমন চলতে থাকলে বাংলা ছবির লগ্নি ধাক্কা খাবে।

দেবের বক্তব্য, আমার মনে হয় না, এভাবে শুটিং বন্ধ করে বেশি দিন ইন্ডাস্ট্রি চলতে পারে। দেব অবশ্য চেষ্টা করেছিলেন শুটিং যাতে বন্ধ না হয়। তবে ফেডারেশনের কর্তা স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, কিছু প্রযোজক বারবারই নিয়ম ভাঙেন। আশা করি তারা ভুল বুঝতে পারবেন। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, বিদেশে শুটিং করতে গেলে, টেকনিশিয়ানদের যে বিভিন্ন সংগঠন (গিল্ড) আছে, তার প্রতিটি থেকে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান (মোট ১৯ জন) নিয়ে যাওয়ার চুক্তি বহু দিনের। যদিও ২০১৫ সালের পর থেকে এই চুক্তির পুনর্নবীকরণ হয়নি।

কলাকুশলীদের সংগঠনের অনেকের অভিযোগ, ধানুকার প্রযোজনায় কলাকুশলীদের সংখ্যা কম থাকার ঘটনা নতুন নয়। তবে প্রযোজক ও পরিচালকদের অনেকেরই ফেডারেশনের নিয়মের যৌক্তিকতা  নিয়ে প্রশ্ন রয়েছে। অবশ্য ধানুকা দাবি করেছেন, তিনি ১৯ জনই টেকনিশিয়ান নিয়ে গিয়েছিলেন। শুধু ইগোর লড়াইয়ে তার টেকনিশিয়ানদের কাজ বন্ধ করিয়ে  দেয়া হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে