সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ০৪:৩৬:০০

বলিউডে নারী নির্মাতাদের লালসার শিকার হচ্ছে উঠতি নায়কেরা

বলিউডে নারী নির্মাতাদের লালসার শিকার হচ্ছে উঠতি নায়কেরা

বিনোদন ডেস্ক : বলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ দিতে উঠতি নায়িকাদের বিভিন্ন রকমের প্রস্তাব দেওয়া হয়ে থাকে। প্রায় সবক্ষেত্রেই অভিযুক্ত প্রযোজক কিংবা পরিচালকরা। সব ক্ষেত্রেই শারীরিক চাহিদাটাই বেশি থাকে।

বিছানায় সঙ্গী হওয়ার কথাই বলা হয় প্রস্তাবের মাধ্যমে। এটাই হলো কাস্টিং কাউচ। অভিনয়ের সুযোগ তৈরি হবে বিছানায় সম্পর্কের বিনময়ে। এটা বেশ আলোচিত ইস্যু। প্রায় শোনা যায় এই কথা।

তবে, এবার উঠে এসেছে ভিন্ন কথা। এবার নারী নির্মাতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সিনেমায় সুযোগ দেওয়ার মাধ্যমে এক পরিচালক শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছেন বলিউডের উঠতি নায়ক আশিষ বিস্তকে। অন্তত আশিষ এমনটাই ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন। আশিষ রাবিনা ট্যান্ডনের বিপরীতে 'সহাব' ছবিতে অভিনয় করেছেন।

একাধিক নারী পরিচালক সিনেমায় সুযোগের বিনিময়ে তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছেন। আশিষ দাবি করেন, উঠতি অভিনেতাদের লালসার শিকার বানান নারী পরিচালকরা। এক্ষেত্রে নির্দিষ্ট কারো নাম উচ্চারণ করেননি বলিউডের এই উঠতি অভিনেতা।

আশিষ দাবি করেন, বিখ্যাত এক পোশাক ডিজাইনারও তাকে এমন প্রস্তাব দিয়েছিলেন। সেই পোশাক ডিজাইনার সরাসরিই তাকে, সিনেমায় সুযোগের বিনিময়ে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে তিনি সাড়া দেননি বলে জানিয়েছেন আশিস বিস্ত।   ‌

‘সাহাব’ ছবিতে কীভাবে সুযোগ পেলেন? এমন কোনো প্রস্তাব মেনে নিয়ে কি? এমন প্রশ্নের জবাবে আশিষ জানান মেধার ভিত্তিতেই এই ছবিটিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে