বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ০৭:৪১:৪৫

সংগীতশিল্পী অভিনেতা তাহসানের স্ত্রী মিথিলার অজানা ৮ তথ্য

সংগীতশিল্পী অভিনেতা তাহসানের স্ত্রী মিথিলার অজানা ৮ তথ্য

বিনোদন ডেস্ক: মডেল, অভিনেত্রী, কণ্ঠশিল্পী নানা গুণের রাফিয়াথ রশিদ মিথিলা এদেশের বিনোদনপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার থাকছে মিথিলার অজানা ৮ তথ্য:

১. মিথিলা একই সঙ্গে অভিনয়, মডেলিং, সংগীতচর্চা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে যাচ্ছেন।

২. মিথিলা অভিনয় ও সংগীতচর্চার পাশাপাশি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন।

৩. গ্রামীণ পরিবেশ মিথিলার খুব ভালো লাগে। অবসর পেলেই মিথিলা প্রকৃতির কাছে ছুটে যান।

৪. ২০০৭ সালে তাহসান-মিথিলার জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছিলেন।

৫. অভিনয় ছাড়াও মিথিলা-তাহসান একসঙ্গে গানও গেয়েছেন। অন্যদিকে তারা একটি প্রসাদন সামগ্রীর শুভেচ্ছাদূতও হয়েছিলেন।

৬. বিয়ের পর মিথিলা-তাহসান একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি।

৭. মিথিলা ও তাহসানের গান দিয়েই পরিচয়ের সূত্রপাত। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।

৮. মিথিলা ২০০৬ সালে ৭ আগস্ট তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তাহরীম খান নামের তাদের একটি সন্তানও রয়েছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে