রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ০৭:১২:২৮

'প্রকৃত মুসলিম দুটোই করবেন, ইবাদতও করবেন, দানও করবেন'

'প্রকৃত মুসলিম দুটোই করবেন, ইবাদতও করবেন, দানও করবেন'

বিনোদন ডেস্ক : উপস্থাপক, সংগঠক আব্দূন নূর তুষার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কোরবানি মুসলিমদের একটি ইবাদত বা উপাসনা। এটা যাদের কোরবানি দেবার সংগতি আছে, তাদের জন্য বাধ্যতামূলক। তাই এটার কোন বদলি বা এটার পরিবর্তে আসুন টাকাটা অন্য কোথাও দেই এ ধরনের কথা বলা অযৌক্তিক এবং অবিমৃষ্যকারিতা।

আপনি বন্যার্তদের টাকা দিতে চাইলে সেটা আলাদাভাবে দান করতে হবে। কোরবানি না দিয়ে টাকাটা বন্যার্তদের দেই, এটা বলার কোনো সুযোগ নেই। দান করতে চাইলে দান করতেই পারেন। সেটা করতে হবে চিকেন ফ্রাইয়ের টাকা বাঁচিয়ে, ফাইভ স্টারের ডিনারের টাকার বদলে… অথবা আপনার উদ্বৃত্ত থেকে।

মনে করেন, বন্যা যদি কোরবানির আগে না হয়ে পরে হতো। তখন কোন পয়সা বাঁচিয়ে দান করতেন? অন্যান্য বছর যখন বন্যা হয়েছে তখন আমরা কোন পয়সা থেকে দান করেছি? তখন যেখান থেকে করেছি, সেখান থেকেই দান করতে হবে। মুসলিমদের ইবাদত না করে সেটা দান করার কোন সুযোগ নেই। প্রকৃত মুসলিম দুটোই করবেন। ইবাদতও করবেন, দানও করবেন। এটা তাকে শেখাতে হয় না।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে