মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৪৭:১৫

মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মোদীকে চিঠি লিখে যা বললেন জিয়ার মা

মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মোদীকে চিঠি লিখে যা বললেন জিয়ার মা

বিনোদন ডেস্ক: মেয়ের মৃত্যুর তদন্তের বিচার চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দিলেন জিয়া খানের মা রাবেয়া খান। চারপাতার একটি চিঠি দেশটির প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন রাবেয়া। লিখেছেন, চার বছর ধরে তিনি সঠিক বিচার চেয়ে লড়াই করছেন। তদন্তকে গতি দিতে শুরু করেছেন স্বাক্ষর সংগ্রহ অভিযান।

২০১৩ সালের ৩ জুন। জুহুর অ্যাপার্টমেন্ট থেকে জিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করে জুহু পুলিশ। জিয়ার মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলেন তদন্তকারীরা। তবে তা মানতে রাজি হয়নি জিয়ার পরিবার। জিয়াকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে তাঁরা। আদিত্য পাঞ্চালির ছেলে সুরজ পাঞ্চালি তাঁর মেয়ের মৃত্যুর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, অভিযোগ করেন রাবেয়া।
সুরজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান সুরজ।

প্রধানমন্ত্রীকে চিঠিতে রাবেয়া লিখেছেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু, মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে জুহু পুলিশ। তদন্তকে প্রভাবিত করছে অভিযুক্তরা। ব্রিটিশ ফরেন্সিক বিশেষজ্ঞ জ্যাসন পাইন জেমনসের রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, জিয়ার দেহে আঘাত লেগেছিল। সেই আঘাত হয়তো বাইরের কোনো বস্তুর। তারপর মৃতদেহ এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয়, যেন দেখে মনে হয় আত্মহত্যার ঘটনা।

তদন্ত নিয়ে সিবিআই-এর বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন রাবেয়া। তাঁর বক্তব্য, সিবিআই-এর হাতে তদন্তভার যাওয়ার পর তাদের পক্ষ থেকেও ঘটনাকে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করা হয়। আরো দায়িত্ববান হয়ে ঘটনার তদন্ত করতে পারত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কোনো অজ্ঞাত কারণে তা করা হয়নি।   ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল নিযুক্ত করার জন্য কোর্টের কাছে আবেদন করেন রাবেয়া। তবে সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। এবারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে