শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫৩:০২

গায়ে হাত দিতেই গর্জে উঠলো মেয়েটি! তারপর কী ঘটল?

গায়ে হাত দিতেই গর্জে উঠলো মেয়েটি! তারপর কী ঘটল?

বিনোদন ডেস্ক : বাংলাজুড়ে যখন দেবী মায়ের আগমনী গান প্রতিধ্বনিত হয়, সেই ধ্বনির অভিঘাত এসে পড়ে নিষিদ্ধপল্লিতেও। কিন্তু সেখানে সুখী গেরস্থালি নেই, শারদোৎসবের আবেগে ভেসে চলা নেই। অপেক্ষায় থাকে গৌরী, কবে বাড়ি ফিরবে সে— অসুস্থ মেয়েকে নিয়ে যাবে হাসপাতালে।

সুতীর্থ বসুর ১১ মিনিটের শর্ট ফিল্ম ‘উত্তরণ’-এ ধরা পড়ে বাস্তবের এমন একটি ছবি যা ভীষণ চেনা, জানা অথচ মধ্যবিত্ত দিনযাপনের উন্নাসিকতায় যা ঢাকা পড়ে যায়। নিষিদ্ধপল্লির মেয়ের জীবনে কেই বা অসুর, কেই বা রক্ষাকর্ত্রী— কীভাবে গর্জে ওঠে সে— এই নিয়েই আবর্তিত হয় ছবির গল্প। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবটাই সুতীর্থের।

সহ-পরিচালনা ও সিনেম্যাটোগ্রাফি অরিত্র সাহার। সুতীর্থ পেশায় একজন ফোটোগ্রাফার। আর্টিস্টিক ফ্যাশন ফোটোগ্রাফি তার বিশেষত্ব। পাশাপাশি স্বল্পদৈর্ঘের ছবি তোলেন নিয়মিত। এই ছবিটি ইউটিউবে মুক্তি পেয়েছে মহালয়ার দিন, মানে ১৯ সেপ্টেম্বর।

সেখানে দেখা যায় মেয়েটি ফেরার পথে রাস্তায় একদল তার গায়ে হাত দিতেই সে গর্জে উঠে! কিন্তু বখাতে সংখ্যায় অধিক! তারপর কি হলো? এই ভাবছেন। এর উত্তর খুঁজতে হলে দেখুন ‘উত্তরণ’।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে