শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:২৬:৫৭

বাংলাদেশি হলে কলকাতার ওরা এমনটাই করে : রোশান

বাংলাদেশি হলে কলকাতার ওরা এমনটাই করে : রোশান

মনজুর কাদের : পূজা উপলক্ষে ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ককপিট’। কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত ও প্রযোজিত এই সিনেমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক রোশান।

দেশের বাইরে সিনেমা মুক্তিতে তরুণ নায়ক রোশানের যেখানে আনন্দিত হওয়ার কথা, সেখানে উল্টো মর্মাহত তিনি। শনিবার সকালে রোশান মর্মাহত হওয়ার কারণের পাশাপাশি তার ক্ষোভের কথা প্রকাশ করেন।

প্রশ্ন : সিনেমা মুক্তির আগে খুশির বদলে মর্মাহত হলেন কেন?

‘ককপিট’ সিনেমায় আমি কিন্তু আনন্দ নিয়েই কাজ করেছি। এই সিনেমায় কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কিন্তু টিজার আর ট্রেলার প্রকাশের পর কষ্ট পেয়েছি। আমার মনে হয়েছে, ‘ককপিট’-এ আমার এত বড় আর গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন টিজারে হারিয়েই গেল।

জানি না দাদা (দেব) এটা কেন করলেন! এমনটি হওয়ার তো কথা ছিল না! ধরে নিচ্ছি, এমনটাই হয়। ‘ককপিট’ আমারও সিনেমা—এটা বলার মতো অবস্থা নেই। যাহোক, আমি তাকে ভালোবাসি, যেটা ফিল্মের জন্য কমে যাবে না। ‘ককপিট’-এর জন্য শুভকামনা। খুব ভালো মুভি।

প্রশ্ন : কিন্তু কেন এমন?

বাংলাদেশি হলে কলকাতার ওরা এমনটাই করে। এর অনেক প্রমাণ আছে। এই তো কিছুদিন আগে ‘ইয়েতি অভিযান’ সিনেমার ক্ষেত্রে টিজার, ট্রেলার আর অন্যান্য প্রচারণায় ফেরদৌস ভাই (চিত্রনায়ক ফেরদৌস) ও মিমের সঙ্গে তারা একই কাজ করেছে। তারপরও আমরা যখন কাজ করব, আমাদের হিসাবটা নিজেদেরই আদায় করে নিতে হবে। আমাদের দেশের প্রযোজক-পরিচালকদের এসব থেকে অনেক কিছু শেখার আছে।

টিজার আর ট্রেলারে এমনটা কেন করা হলো, তা দেবের কাছে জানতে চেয়েছেন?

প্রয়োজন মনে করিনি। ওই যে বললাম, তারা বাংলাদেশির জন্য কিছু করবে না। তাই কথা বলে লাভও হবে না। এই মুহূর্তে আমার ভাবনাচিন্তা ‘বেপরোয়া’ সিনেমাকে ঘিরে। সপ্তাহ দেড়েক পর ভারতের হায়দরাবাদে নতুন লটের কাজ শুরু হবে। এই সিনেমার জন্য আমি কারাতে শিখেছি। অভিনয়ের গ্রুমিং করতে হয়েছে। নাচের প্রশিক্ষণও নিয়েছি। প্রথম আলো।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে