রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১০:৫৩

অসহায় রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ফেরদৌস

অসহায় রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ফেরদৌস

বিনোদন ডেস্ক : মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ফেরদৌস। শুধু তাই নয়, বাবা-মা হারানো রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময়ও কাটিয়েছেন তিনি।

কক্সবাজারের কুতুপালংয়ে ইউনিসেফের সহায়তায় রোহিঙ্গা শিশুদের জন্য একটি শিশুবান্ধব কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখানে প্রায় তিন ঘণ্টা তাদের সঙ্গে সময় কাটান এই অভিনেতা। এসব শিশুদের সঙ্গে গল্প করেন পাশাপাশি কেরাম খেলায় অংশ নেন। তাদের সঙ্গে গান এবং আড্ডাতেও মেতে উঠেন তিনি।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কক্সবাজার ছিলাম। পাশেই ছিল রোহিঙ্গা ক্যাম্প। তাদের এই কঠিন সময়ে মানবিকতার কথা ভেবে ইউনিসেফের সহযোগিতায় সেখানে যাই। যাদের সঙ্গে সময় কেটেছে আমার সেইসব শিশুদের বেশিরভাগেরই বাবা-মা মারা গেছেন। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুবই ভালো লেগেছে।’

ইউনিসেফের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেরদৌস বলেন, ‘মানবিকতার কথা ভেবে আমাদের সকলকে রোহিঙ্গাদের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো উচিৎ।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে