শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৯:১৫:২৮

শাকিব খানের ৭ দিন

শাকিব খানের ৭ দিন

বিনোদন ডেস্ক: দেশীয় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। একের পর এক নতুন সিনেমায় কাজ করছেন তিনি। যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে টালিউডেও বেশ সাড়া ফেলেছেন শাকিব। এ নায়কের দর্শকপ্রিয় সিনেমা নিয়ে আরিটিভিতে প্রচার হবে শাকিব খান সপ্তাহ।

২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শাকিব খান অভিনীত ৭টি সিনেমা প্রচার করবে আরটিভি। প্রতিদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে। সিনেমাগুলো হলো চাচ্চু আমার চাচ্চু, দুই পৃথিবী, প্রেম সংঘাত, মনের ঘরে বসত করে, সবার উপরে প্রেম, লাভ ম্যারেজ ও হুমকির মুখে।

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব। তিনি ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালে খোদার পরে মা, ২০১৫ সালে আরো ভালোবাসবো তোমায় ছবির জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার লাভ করেন।

গোলাম, আজকের দাপট, দুজন দুজনার, বিষে ভরা নাগিন, দুজন দুজনার, শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু, ফুল নেবনা অশ্রু নেব, স্ত্রীর মর্যাদা, ও প্রিয়া তুমি কোথায়, স্ত্রীর মর্যাদা, সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, ক্ষমতার দাপট, নয়ন ভরা জল, আজকের সমাজ, বস্তির রানী সুরিয়া, রুখে দাড়াও, সুভা, কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদীমা, চাচ্চু, মা আমার স্বর্গ, আমার প্রাণের স্বামী, কাবিনামা, স্বামীর সংসার, ডাক্তার বাড়ি, আমার প্রাণের স্বামী, তোমাকে বউ বানাবো, আমার জান আমার প্রাণ, সমাধি, ১ টাকার বউ, ভালোবাসার দুশমন, প্রিয়া আমার প্রিয়া, টিপ টিপ বৃষ্টি, তুমি স্বপ্ন তুমি সাধনা, আমাদের ছোট সাহেব, সন্তান আমার অহংকার, যদি বউ সাজো গো, মনে প্রাণে আছ তুমি, তুমি আমার, প্রেম মানে না বাধা, টপ হিরো, পরান যায় জ্বলিয়া রে, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, টাকার চেয়ে প্রেম বড়, জীবন মরণের সাথী, প্রেমে পড়েছি, কোটি টাকার প্রেম, মাটির ঠিকানা, কিং খান, মনের জ্বালা, আদরের জামাই, বস নাম্বার ওয়ান, টাইগার নাম্বার ওয়ান, সে আমার মন কেড়েছে, বুক ফাটে তো মুখ ফোটেনা, এক টাকার দেনমোহর, মাই নেম ইজ সুলতান, ডন নাম্বার ওয়ান, খোদার পরে মা, ঢাকার কিংসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে