বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ০৩:১৮:০৩

এবার চলচ্চিত্রে নায়ক মান্নার ছেলে সিয়াম

এবার চলচ্চিত্রে নায়ক মান্নার ছেলে সিয়াম

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রয়াত নায়ক মান্নার সহধর্মিণী শেলী মান্না। মান্না’র মৃত্যুর দীর্ঘ ১০ বছর পর তাঁরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হবে ছবি এমনটাই জানালেন তাঁর স্ত্রী।

তবে তিনি নির্মাতা হিসেবে নয়, আসছেন প্রযোজক হয়ে। গত রবিবার কাকরাইলের নিজ প্রতিষ্ঠান কৃতাঞ্জলিতে বসে এমন ভাবনার কথা জানালেও নায়ক কে হচ্ছেন সেটা সারপ্রাইজ হিসেবে রেখে দেন। তবে তার সে চেষ্টা আর সারপ্রাইজ হিসেবে থাকেনি। তার প্রযোজিত ছবির নায়ক থাকছেন তারই পুত্র সিয়াম।

কী ছবি নির্মাণ করবেন, কারা অভিনয় করবেন এ বিষয়ে তিনি কোনো কথা না বলে সারপ্রাইজ হিসেবে রেখে এড়িয়ে যান। তবে আলাপে আলাপে একটা বিষয় পরিষ্কার করেন ছবিটি মালেক আফসারী পরিচালনা করবেন। বিষয়টি জেনে পরে মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আলাপ চলছে। বলতে পারেন প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

সেক্ষেত্রে নায়ক কি তাহলে সিয়াম (মান্নার ছেলে) এমন প্রশ্নের জবাবে হাঁ সূচক উত্তর দিলেন এই নির্মাতা। তিনি বলেন, ‘মান্নার ছেলে সিয়াম এখন ফিল্মের ওপর পড়াশোনা করছে। জানুয়ারিতে ফিরবে। ওর ইচ্ছা একটা ছবিতে সামনে পেছনে থেকে প্র্যাকটিকেল কাজটা শেখা। আমি সে চেষ্টাই করবো।’

ছবির গল্প কী হবে এমন প্রশ্নের জবাবে আফসারী বলেন, “অবশ্যই আমার ‘এই ঘর এই সংসার’ ছবির প্লট। এটা রিমেক হবে বলতে পারেন।”

পাত্র-পাত্রী আর কারা কারা থাকছেন প্রশ্নের জবাবে আফসারী বলেন, ‘সিয়াম কনফার্ম। যদিও প্রয়াত সালমান শাহ’র তুলনা তিনি নিজেই। তারপরও সিয়ামকে দর্শক মান্নার আদর্শের একজন নায়ক হিসেবে এ ছবিতে পাবে। আর নায়িকা হিসেবে একেবারেই নতুন কাউকে নেব। যে মেয়েটি ভ্রু প্লাগ পর্যন্ত করেনি, কখনো মেকাপ নেয়নি, তেমন কাউকে। এক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ ছাড় দেব না।’

তিনি বলেন, ‘সব ঠিকঠাক থাকলে নতুন বছরে নতুনদের নিয়ে নতুন কিছু দর্শকদের উপহার দিতে পারব ইনশাল্লাহ।’

মান্না মারা যান ২০০৮ সালের ১৭ ফেব্রয়ারি। এর আগে তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকে লুটতরাজ, আব্বাজান, লালবাদশা, আমি জেল থেকে বলছি, পিতা মাতার আমানত, মনের সাথে যুদ্ধ, স্বামী-স্ত্রীর যুদ্ধ, মেশিনম্যান ছাড়াও কিছু ব্যবসাসফল ছবি নির্মিত হয়েছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে