বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৪:১৬

কথা থাকলেও যে কারণে গত ৫ ডিসেম্বর ঢাকায় এলেন না দেব?

কথা থাকলেও যে কারণে গত ৫ ডিসেম্বর ঢাকায় এলেন না দেব?

বিনোদন ডেস্ক: গেল মাসেই দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন, ৮ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় সিনেমা ‘ককপিট’-এর প্রচারণা ও এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে ৫ ডিসেম্বর ঢাকায় আসবেন চিত্রনায়ক দেব। তবে দেব না এলেও তার ছবি ‘ককপিট’ দেশের প্রায় একশো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন জাজের সিইও আলিমুল্লা খোকন।

ক’দিন আগেই ফেসবুকে চিত্রনায়ক দেবের সঙ্গে একটি ভিডিও বার্তা দেন আব্দুল আজিজ। সেখানে তিনি জানান, সাফটা চুক্তির ভিত্তিতে ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত কলকাতার জনপ্রিয় ছবি ‘ককপিট’। আর ঢাকায় ছবিটির প্রচারণা চালাতে ৫ ডিসেম্বর দেবের আসার কথাটিও বলেন তিনি। কিন্তু ৫ ডিসেম্বর কেন এলেন না দেব?

এমন প্রশ্নে জাজের সিইও আলিমুল্লা খোকন বলেন, বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। একটা অস্থির সময় পার করছে। আর দেবের ঢাকায় আসা নিয়েওতো অনেকে আন্দোলন করলেন। এসব এড়াতেই ঘোষণা দিয়েও দেবকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়নি। অথচ আমরা কিন্তু অবৈধভাবে কিছু করছি না। সাফটা চুক্তির বিষয়টিতো সরকারিভাবে অনুমোদিত। যদি কোনো ত্রুটি থাকে সেটা সাফটা চুক্তি বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত তাদেরকে বলা উচিত। কিন্তু আমরাতো তথ্যমন্ত্রণালয়ের সব নিয়ম নীতি মেনেই ছবি আমদানি রপ্তানি করছি।

বাংলাদেশে দেবের ‘ককপিট’ মুক্তি বিষয়ে আলিমুল্লা খোকন আরো বলেন, বাংলাদেশে এই ছবির আমদানি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মুক্তি ঠেকাতে অনেকে আন্দোলনের হুমকিও দিয়েছিলেন। কিন্তু ছবিটি আগামি ২২ তারিখে কলকাতার টেলিভিশনে প্রিমিয়ার হবে, তাই আমরা ছবিটি মুক্তির তারিখ ঠিক রেখেছি। এখন পর্যন্ত ৮১টি প্রেক্ষাগৃহের লিস্ট আমরা হাতে পেয়েছি। তবে রাতের মধ্যে ফাইনাল হল লিস্ট আমরা হাতে পাবো। শ’খানেক হল ‘ককপিট’ মুক্তি পেতে পারে।

নতুন বছরের শুরুতে জাজ কোনো ছবি মুক্তি দিবে কিনা, এবং জাজের হাতে কি পরিমাণ ছবি এখন রয়েছে? এমন প্রশ্নে আলিমুল্লা আরো বলেন, ইন্ডাস্ট্রিতে যে রেষারেষি এটা চলমান থাকলে ক’দিন পরে ইন্ডাস্ট্রিতে ছবি বানানোই বন্ধ হয়ে যাবে। মুক্তিতো আরো পরের বিষয়। ২০১৮ সালের দিকেও যদি তাকান দেখবেন,খুব বেশী সিনেমা কিন্তু নাই আমাদের। তবে জাজের হাতে বেশ কয়েকটি ছবি আছে। ‘পাষান’ নামের ছবিটি নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে পারে। এছাড়া ‘বেপরোয়া’ শেষের পথে। পোড়ামন-২ এর গানের শুট শুধু বাকি, শুটিং হয়ে গেছে। এছাড়াও আরো কয়েকটি ছবি জাজের হাতে রয়েছে। তবে যেভাবে এই ইন্ডাস্ট্রিতে নতুন ছবি তৈরিতে বাধা দেয়া হচ্ছে তাতে আমি আমাদের চলচ্চিত্রে ভবিষ্যত নিয়েই শঙ্কিত।

গত সেপ্টেম্বরের ২২ তারিখে কলকাতায় মুক্তি পায় দেব অভিনীত ও প্রযোজিত কমলেশ্বরের পরিচালিত ছবি ‘ককপিট’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী ও কোয়েল মল্লিক। আছেন বাংলাদেশের চিত্রনায়ক রোশান। বিশেষ চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।-চ্যানেল আই
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে