শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৯:৪০:২৯

‘‌যে কাজটি করলে বিব্রতবোধ করতেন হুমায়ূন আহমেদ’

 ‘‌যে কাজটি করলে বিব্রতবোধ করতেন হুমায়ূন আহমেদ’

বিনোদন ডেস্ক : প্রয়াত হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘চন্দ্রকথা’য়’ অভিনয় করেছেন নায়ক ফেরদৌস। চন্দ্রকথা চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে হুমায়ূন আহমেদের ভালোবাসা আর স্নেহ সবই পেয়েছেন এ অভিনেতা। এ নায়ককে তিনি কখনো ফেরদৌস বলতেন না; সবসময় নায়ক বলেই ডাকতেন। নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিনে গণমাধ্যমে এসব কথাই বলেন নায়ক ফেরদৌস। তার অগণিত ভক্তদের পাশাপাশি মিডিয়া ব্যক্তিত্বরা গভীরভাবে স্মরণ করছেন সাহিত্যের রাজকুমারকে। তার স্মৃতি হাতরে বেড়াচ্ছেন তারা। সেই স্মৃতির কথা ফেরদৌসের মুখে। হুমায়ূন স্যারের সঙ্গে কাজ করতে গিয়ে পেয়েছেন অনেক ভালোবাসা, আদর। এ জীবনে হয়তো আর কারো কাজ থেকে এ ধরনে ভালোবাসা পাবেন না বলেই তার অভিমত। স্যার ভালোবাসতেন মন থেকে, লোক দেখানোর ভালোবাসা না। হুমাযূন আহমেদ মানুষকে সারপ্রাইজড দিতে সবচে' পছন্দ করতেন। কিন্তু সারপ্রাইজড হতে পছন্দ করতেন না। ওনার জন্মদিনে কেউ শুভেচ্ছা জানালে ওনি খুব বিব্রতবোধ করতেন। ব্যক্তিগত জীবন ও কর্মজীবনকে এক করতেন না তিনি। কাজের সময় ওনি যতোটা সিরিয়াস; কাজের পর ততোটাই মজার মানুষ ছিলেন তিনি। শুটিংয়ের সময় তার মনোযোগ ছিল মনিটরে আর শর্টের পর বেশ মজা করতেন তিনি। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে