সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ১০:০৬:৫০

জনপ্রিয় এই শিশু-অভিনেতা কত বড় হলেন?

 জনপ্রিয় এই শিশু-অভিনেতা কত বড় হলেন?

বিনোদন ডেস্ক: ‘তিথির অতিথি’ ধারাবাহিকে প্রথম অভিনয়, তার পর আর ফিরে তাকাতে হয়নি এই অসম্ভব প্রতিভাবান অভিনেতাকে। তার পরে টানা ১০ বছর বলতে গেলে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন বাংলা ছবি ও বাংলা টেলিভিশনের দর্শককে। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’, ‘ওয়ান্টেড’, ‘লে ছক্কা’, ‘খোকাবাবু’, ‘লে হালুয়া লে’— রাজ চক্রবর্তী থেকে রবি কিনাগি, রাজা চন্দ— মেইনস্ট্রিম বাংলা ছবির পরিচালকদের অত্যন্ত প্রিয় অভিনেতা অরিত্র।

কিন্তু ২০১৩ সালের পরে একটা লম্বা ব্রেক নিয়েছেন পড়াশোনার কারণে। গত বছর, ২০১৬-তে উচ্চমাধ্যমিক পাশ করেছেন অরিত্র। দারুণ ভাল ফল করেছেন পরীক্ষায়। প্রায় ৯৫ শতাংশ মার্কস পেয়েছেন। ছোটবেলা থেকেই অরিত্র বহুমুখী প্রতিভাসম্পন্ন। ভাল গান করেন, ভাল রান্নাও করেন। তাঁর ক্ষুরধার মেধার পরিচয় পাওয়া গিয়েছে যখনই টেলিপর্দায় হোস্টের ভূমিকায় এসেছেন তিনি।

ইদানীং পাদপ্রদীপের আলো থেকে একটু দূরেই রয়েছেন। পড়াশোনা নিয়ে যেমন ব্যস্ত রয়েছেন তেমনই ফিল্ম এডিটিংয়ে মন দিয়েছেন তিনি। কালারিস্ট ও এডিটর হিসেবে কাজও করছেন। শুধুমাত্র অভিনেতার গণ্ডিতে নিজেকে একেবারেই আটকে রাখতে চান না তিনি। হয়তো অদূর ভবিষ্যতে পরিচালকের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। অরিত্রর জন্য অনেক শুভকামনা রইল।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে