মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৪২:৫৫

শুটিংয়ের ফাঁকে ঢাকার বাবুর সঙ্গে বাহুবলীর চাচা বিজ্জলাদেবা

শুটিংয়ের ফাঁকে ঢাকার বাবুর সঙ্গে বাহুবলীর চাচা বিজ্জলাদেবা

বিনোদন ডেস্ক : মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবুকে ভারতের কোচবিহারের চ্যাংড়াবান্দা স্থলবন্দরে বিদায় জানাতে আসেন এম নাসের। ভারতের এ সময়ের অন্যতম ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’তে ‘চাচা বিজ্জলাদেবা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শিগগিরই আবার দেখা হবে, এ সময় তেমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তারা। বাবু জানান, বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের দক্ষিণের এই শক্তিমান অভিনেতা। বিদায় নেওয়ার আগে এখানে সবাই মিলে চা খেয়েছেন।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর এবিষয়ে কথা বলেন ফজলুর রহমান বাবু।‘সিতারা’ ছবির শুটিংয়ের ফাঁকে ফজলুর রহমান বাবু ও এম নাসেরের সঙ্গে এবার অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু ও শাহেদ আলী সুজন। ছবির নাম ‘সিতারা’।

ধ্রুপদি লেখক আবুল বাশারের গল্প ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালক আশীষ রায়। বাবু জানান, কোচবিহারের মেখলিগঞ্জের পাশে তিস্তা নদীর চর এলাকায় টানা ১০ দিন শুটিং করেছেন তারা। পাশাপাশি মেখলিগঞ্জ বাজারেও শুটিং করেছেন।

বাবু জানান, এই ছবিতে অভিনয় করতে গিয়ে এম নাসেরের সঙ্গে চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। শুটিং শেষে বাবুর বিদায় উপলক্ষে গত রোববার রাতে এম নাসের এক পাটির আয়োজন করেন। এখানে সবার জন্য এম নাসের নিজেই কয়েকটি পদ রান্না করেছেন। সবাই মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছেন। বাবুর অভিনয়ে মুগ্ধ তিনি। মুগ্ধতা প্রকাশ করেছেন রাইমা সেনও।

‘সিতারা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন। তার সঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান আর ফজলুর রহমান বাবু। ছবিতে বাবু সিতারার স্বামী। সীমান্তে চোরাচালান দলের সদস্য। একসময় স্ত্রীকে মহাজনের কাছে রেখে চলে যান। ছবিতে এই মহাজনের দ্বারা নানাভাবে নির্যাতিত হয় সিতারা। মূলত গল্পটি সিতারার সংগ্রাম নিয়ে।

ছবিতে মহাজনের চরিত্রে অভিনয় করছেন এম নাসের। স্ত্রীর প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। বাংলাদেশের জনপ্রিয় এই দুই অভিনেতা এবারই প্রথম ভারতের ছবিতে অভিনয় করেছেন। ভারতের দক্ষিণের বরেণ্য অভিনেতা এম নাসের অভিনয় করেছেন হিন্দি এবং ইংরেজি ছবিতেও। চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবেও তার খ্যাতি রয়েছে। -প্রথম আলো

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে