বুধবার, ১৪ মার্চ, ২০১৮, ০৭:১২:৩০

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় এই বলিউড অভিনেতা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় এই বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা নরেন্দ্র ঝা আর নেই। বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বেশ কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। ডাক্তারের পরামর্শেই স্ত্রী পঙ্কজা ঠাকুরকে নিয়ে মুম্বাই সংলগ্ন ওয়াডা এলাকার ফার্ম হাউসে বিশ্রাম নিতে যান।

সেখানেই ভোর পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। মাত্র ৫৫ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানেন অভিনেতা। বিহারের মধুবনি এলাকার বাসিন্দা নরেন্দ্র প্রায় দুই দশক অভিনয় জগতে রয়েছেন। সুন্দর চেহারা হওয়ার সুবাদে প্রথমে মডেল হিসেবেই কেরিয়ার শুরু করেন। অল্প সময়েই বিজ্ঞাপন জগতের পরিচিতি হয়ে ওঠেন।

প্রায় বিশটি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। বলিউডে পরিচিতি পেতে শুরু করেন পরিচালক বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ ছবি থেকে। ডা. হিলাল মীরের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর ‘ঘায়েল ওয়ানস এগেইন’, ‘ফোর্স ২’, ‘রইস’, ‘কাবিল’-এর মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় অভিনেতাকে। প্রভাসের সাম্প্রতিক ছবি ‘সাহো’-তেও দেখা যাবে তাকে।

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন নরেন্দ্র। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। ডাক্তারের পরামর্শেই ছুটি কাটাতে ফার্ম হাউসে গিয়েছিলেন। এর আগেও দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বুধবার ভোরে তৃতীয় আট্যাক হয়। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়।

এখনও শ্রীদেবীর আকস্মিক মৃত্যু ও বর্ষীয়ান অভিনেত্রী শাম্মির মৃত্যুর শোক সামলে উঠতে পারেনি বলিউড। দুবাইয়ের পাঁচতারা হোটেলে বার্থটবের জলে ডুবে মৃত্যুর হয় বলিউডের চাঁদনির। দুর্ঘটনার ফলেই মৃত্যু বলে ফরেনসিক রিপোর্টে জানিয়ে দেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৪। এর কিছুদিনের মধ্যেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেত্রী শাম্মি। এর মধ্যেই নরেন্দ্রর মৃত্যুতে নতুন করে ধাক্কা খেল অভিনয় জগৎ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে