শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮, ০৬:৪৩:০০

‘এ যুগের ছেলেরা কেমন, বুকে লোম নেই, কোমর থেকে প্যান্ট খুলে পড়ে’

‘এ যুগের ছেলেরা কেমন, বুকে লোম নেই, কোমর থেকে প্যান্ট খুলে পড়ে’

বিনোদন ডেস্ক: ‘এ যুগের ছেলেরা কেমন! বুকে লোম নেই, কোমর থেকে প্যান্ট ঝুলে পড়ে। কানে দুল, হাতে বালা আর চুলে ঝুটি বাঁধে। এরা নিজেদেরই সামলাতে পারে না, আর মেয়েদের রক্ষা করবে কিভাবে।’- এভাবেই বর্তমান যুগের তরুণদের সমালোচনা করেছেন ভারতের রাজস্থান রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতি সুমন শর্মা।

তিনি বলেন, একসময় মেয়েরা চওড়া রোমশ ছাতির পুরুষদের জীবনসঙ্গী বা প্রেমিক হিসেবে কামনা করত। অথচ আজকের যুগের ছেলেদের কানে দুল, নির্লোম শরীর, হাতে রকমারি বালা, কারও ঝুটি বাঁধা চুল, কোমর থেকে প্যান্ট প্রায় ঝুলে পড়ছে।

সুমনের প্রশ্ন- যেসব ছেলের বুকের ছাতি চওড়া নয়, যারা নিজেদের পোশাকই সামলাতে পারে না, তারা কীভাবে বোন বা বান্ধবীদের নিরাপত্তা নিশ্চিত করবে?

মেয়েরা যেমন জিরো ফিগারের জন্য চেষ্টার ত্রুটি করে না, তেমনি ছেলেদেরও পুরুষালি চেহারা তৈরিতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন রাজস্থানের কমিশনের এ চেয়ারপারসন।

এ জন্য অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ছোট থেকেই সন্তানদের মধ্যে সেই জ্ঞানের পাঠ দিতে হবে, যাতে তারা নিজেদের ফ্যাশন আইকন না ভেবে ঠিকভাবে গড়ে ওঠে।

সুমন আরও বলেন, স্বাধীনতার নামে মেয়েরাও যেন এমন পরিস্থিতি না তৈরি করে, যাতে সমাজের ভারসাম্য নষ্ট হয়। কারণ পুরুষদের এগিয়ে যাওয়ার জন্য নারীদের সমর্থন প্রয়োজন। পুরুষদের পেছনে ফেলে রেখে নারীরা বেশি দূর এগোতে পারবে না।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে