মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০১:৫৬:১০

‘আপনি তুই বললে, আমিও আপনাকে তুই বলবো’; ভারতীয় নাগরিকের কুৎসিত জবাবে চঞ্চল চৌধুরী

 ‘আপনি তুই বললে, আমিও আপনাকে তুই বলবো’; ভারতীয় নাগরিকের কুৎসিত জবাবে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পাশের দেশ ভারতেও সমানতালে তিনি জনপ্রিয়। সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আর সবার মতো আবেগ ছুঁয়েছে চঞ্চল চৌধুরীকে। কিছু সংখ্যক ভারতীয় নাগরিকের কুৎসিত ফেসবুক স্ট্যাটাসের জবাবে নিজের ওয়ালে একটি স্ট্যাটাস লিখেছেন চঞ্চল। এমটিনিউজ২৪.কম পাঠকের জন্য স্ট্যাটাসটি প্রকাশ করা হলো।

চঞ্চল লিখেছেন, ‘বাংলাদেশ বনাম ভারত-শ্রীলঙ্কার ফাইনাল খেলায় আমার মতো অসংখ্য আবেগী বাংলাদেশি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এই টুর্নামেন্টে অধিকাংশ ভারতীয় বা শ্রীলঙ্কানদের আচরণ কেমন ছিল, এটা না বললেও সারা ক্রিকেট বিশ্ব সেটা দেখেছে।’

‘সবচেয়ে বড় সত্য, বাংলাদেশ ফাইনালে খেলেছে এবং হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে। দাদাদের বলছি, আমরা জানি আপনারা শিল্প সংস্কৃতি, রাজনীতি, খেলাধূলার ধারক ও বাহক। আপনাদের ইতিহাস-ঐতিহ্য অনেক প্রাচীন।’

‘কিন্তু ফেসবুকে আপনাদের কতিপয় উন্নাসিক-অভদ্র ভাষার স্ট্যাটাস আর কমেন্টসগুলো প্রমাণ করে না, যে আপনারা শচীন টেন্ডুলকার বা অমিতাভ বচ্চনের দেশের মানুষ। পণ্ডিত রবিশংকর থেকে এ আর রহমানকে আপনাদের থেকে আমরা কম শ্রদ্ধা করি না, কম ভালোবাসি না।’

‘সুনীল গাভাস্কাকারের নাগিন নৃত্য আপনাদের খুব পছন্দ, তাই না? আমার স্ট্যাটাসে কে কি কমেন্ট করেছেন, কারো নাম উল্লেখ করে তার গুরুত্ব বাড়াতে চাই না। অনেকে অনেক জ্ঞান দেবার স্পর্ধাও দেখিয়েছেন। আপনাদের চেয়ে সবাই কম বোঝে, এটা ভাববেন না। সময় সব বলে দেবে।’

‘ফাক আপ’ কোনো ভদ্রলোকের ভাষা নয় গো দাদা। আপনি তুই বললে, আমিও আপনাকে তুই-ই বলবো। কারণ আপনার মতো আমিও আমার দেশকে ভালোবাসি। আপনারা জিতুন, যেভাবে পারেন, বাট গালি দেবেন না। দিলে বলবো তুই, কমেন্ট করুন সাবধানে। আপনারা যারা ভদ্র, তাদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা।’
এমটিনিজউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে