মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮, ০৪:০০:২০

বাংলাদেশ নিয়ে প্রিয়া প্রকাশের টুইটার পোস্টটি ভুয়া

বাংলাদেশ নিয়ে প্রিয়া প্রকাশের টুইটার পোস্টটি ভুয়া

বিনোদন ডেস্ক : ভারতীয় সোশ্যাল মিডিয়ার ভাইরাল তরুণী প্রিয়া প্রকাশের নতুন একটি টুইট ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট ম্যাচ নিয়ে করা টুইটটিতে বাংলাদেশকে নিয়ে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। বাংলাদেশের নেটি-জেনদের মধ্যেও টুইটটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ নিয়ে প্রিয়া প্রকাশের টুইটার পোস্টটি ভুয়া। কেননা প্রিয়ার ভেরিফায়েড টুইটারে এমন কোনো পোস্ট দেয়া হয়নি। ইন্ডিয়াকে বাপ উল্লেখ করে বাংলাদেশ দলকে উদ্দেশ করে টুইটার পোস্টে লেখা হয়েছে বাপ সবসময় বাপ-ই হয়, এটা বাংলাদেশ ভুলে গিয়েছিল। আর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে আসলে প্রিয়ার টুইটার হ্যান্ডেল থেকে এমন কোনো পোস্ট দেয়া হয়নি। যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে তা আসলে ভুয়া।

গতকাল রবিবার শ্রীলংকায় বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচ নিয়ে ভার্চুয়াল জগতে ছিল টান টান উত্তেজনা। আর আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টুইট পোস্ট এই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দেয়। এরপরই খোঁজ নিয়ে জানা যায় পোস্টটি ফেইক আইডি থেকে করা হয়েছে।  

এমটিনিউজ২৪/এম.জে/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে