সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮, ০৬:০৩:৩৪

দ্রুততম ১০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করল 'ভারত আনে নেনু'

দ্রুততম ১০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করল 'ভারত আনে নেনু'

বিনোদন ডেস্ক: 'ভারত আনে নেনু' ছবিটি ২০১৮ সালে ভারতের বাজারে সবচেয়ে দ্রুততম ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করল। মহেশ বাবুর এই তেলেগু ছবিটি বক্স অফিসে সুপারহিট তকমা পেয়েছে। শুধু ভারতের বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির ব্যবসা মারকাটারি। 

গত শুক্রবার ছবিটি মুক্তির দিনই রেকর্ড ব্রেকিং ব্যবসা করে। গতকাল শনিবার আর রিলিজের দিন মিলে ছবিটির ব্যবসা ছাড়িয়ে গেছে ১০০ কোটি রুপি। মার্কিন মুলুকে ছবিটি ইতিমধ্যে ২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। 

ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছেন এই দক্ষিণী ব্লকবাস্টারটি আয়ের সব রেকর্ডই হয়তো ভেঙে দেবে।

'ভারত আনে নেনু' একটি বিগ বাজেট পলিটিক্যাল ড্রামা। ছবিটিতে মহেশ বাবু একজন ডায়নামিক মুখ্যমন্ত্রীর চরিত্র রূপদান করবেন। ছবিটি পরিচালনা করেছেন সব সময় নিজের নামের প্রতি সুবিচার করা চিত্রনাট্যকার-পরিচালক কোরাতালা শিবা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে