বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৬:৫৯:৫০

কিভাবে কিং খান বলিউড জয় করলেন শুনুন শাহরুখের মুখে

কিভাবে কিং খান বলিউড জয় করলেন শুনুন শাহরুখের মুখে

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন কীভাবে সব প্রতিকূলতা স্বত্ত্বেও ক্যারিয়ারে সফল হয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত করেছেন তার ব্যক্তিত্বের কথা । শাহরুখের ভক্তদের জন্য ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি থেকে নেয়া সাক্ষাৎকারের কথামালায় এসব তথ্য উঠে এসেছে।

প্রশ্ন: ভারতীয়দের জন্য আপনার সিনেমা দেশপ্রেমের বার্তাবহ করে?

শাহরুখ: আমার প্রত্যেকটি সিনেমায় সবসময় এটা বজায় রেখেছি। যাহোক বাণিজ্যিকভাবে করা সিনেমায় দেশপ্রেমের বার্তার আবেদন থাকে না। আর বিনোদনের চেয়ে বার্তা কখনোই বেশি গুরুত্বপূর্ণ না।

প্রশ্ন: আপনার মতো একজন সুপারস্টারের জন্য ব্যর্থতার ভূমিকায় অভিনয় করা চ্যালেঞ্জ ছিল কীনা?

শাহরুখ: সম্ভবত ব্যর্থ হয়ে বুঝি কেন আমি জয়ী। আমার এ পর্যায়ে, ভিন্ন জিনিস হারাতে হয়। আমাদের জন্য ব্যর্থতা হচ্ছে অভিনয়কৃত সিনেমার ব্যবসা ১০০ কোটি রুপি অতিক্রম না করা। অবশ্যই কোলকাতা নাইট রাইডার্স আমাকে শিখিয়েছে কীভাবে প্রতি সকালে হারতে হয়। একটি নারী দেখতে সুশ্রী হতে না-ও পারে কিন্তু তিনিও সুখী। সাফল্য ছাড়াও বেশির ভাগ লোক সুখী।

প্রশ্ন: একবার আপনার বাবাকে চমৎকারভাবে সফল ব্যর্থ বলে অভিহিত করেছিলেন

শাহরুখ: আমি সত্যিই এই মানুষটির জন্য অনুপ্রাণিত হয়েছি। সম্ভবত কারণ আমি তাকে ছেলেবেলায়ই হারিয়েছি। তিনি পাঠান গোত্রের ব্যক্তিত্ববান, খুবই যোগ্যতা সম্পন্ন এবং খুবই আত্মত্যাগী একজন মানুষ। তিনি এ দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছিলেন। তিনি মূল্যবোধ শিখিয়েছেন। কিন্তু তিনি সত্যিকারার্থে জাগতিকভাবে সফল ছিলেন না। কিন্তু আমাদের কাছে তিনি সফল একজন মানুষ ছিলেন। কারণ তিনি আমাদের সংকীর্ণ ও প্রতারণা না করার শিক্ষা দিয়েছেন। আমি সব সময়ই মনে করি তিনি জয়ী। কারণ তিনি যা শিখিয়েছেন সে মূল্যবোধ ধরে রেখেই আমার বর্তমান অবস্থান।

প্রশ্ন: আপনি খারাপ ব্যর্থ না ভালো ব্যর্থ?

শাহরুখ: আমি একজন ভালো ব্যর্থ মানুষ। আমার তরুণ দিনগুলোতে খেলাধুলায় বেশ সক্রিয় ছিলাম যেটা আমাকে শিখিয়েছে কীভাবে হারতে হয়। একটা সময় ছিল যখন প্রত্যেকেই আমাকে পূঁজি করে জয়ের প্রত্যাশা করতো। আমি হারার ব্যবস্থা করেছি। হ্যা, যদি আমি কিছু হারাই আমার ব্যক্তিগত কারণে আমি দুঃখিত ও বিরক্ত হবো।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে