বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ১২:২১:৩৮

মধ্যরাতে মৃত্যুর গুজব

মধ্যরাতে মৃত্যুর গুজব

বিনোদন ডেস্ক : মধ্যরাতে মৃত্যুর গুজব! গত পরশু রাতে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বলা হয় এটিএম শামসুজ্জামান মারা গেছেন। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

রাতভর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম থাকে কিন্তু কেউ কোনো সঠিক খবর বলতে পারছিলেন না। অবশেষে জানা যায় তিনি সুস্থ্যই আছেন। মৃত্যুর মিথ্যে গুজব ছড়ানো হয়েছিল। পরে বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জানা গেছে এটিএম শামসুজ্জামান পুবাইলে শুটিং করছেন। জায়েদ খান বলেন, আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর ছড়াই, তাদের আরো বেশি সচেতন হওয়া জরুরি। কেননা এটা খুবই বিব্রতকর একটা বিষয়। মানুষের মৃত্যুর মতো বিষয়টিকে নিয়ে কীভাবে মজা করতে পারে এটা আমার বোধগম্য নয়।

এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের বর্ষীয়ান কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে লেখক হিসেবে সুনাম অর্জন শেষে অভিনয়ে স্থায়ী হন এ টি এম শামসুজ্জামান।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে