সোমবার, ২১ মে, ২০১৮, ০৮:৩৯:৫৯

এবার কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

এবার কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

বিনোদন ডেস্ক: কলকাতা থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পশ্চিমবঙ্গের টেলিসিনে সোসাইটি তাকে এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ জুন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ১৭তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এ মঞ্চেই ববিতাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেই দুই বাংলার দর্শকের মন জয় করে নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অশনি সংকেত’ মুক্তির ৪৫ বছর ভারত থেকে এ সম্মাননা পাচ্ছেন ববিতা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’র বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’র কর্ণধার আরশাদ আদনান।

টেলি-সিনের সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ববিতাকে এবার আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ববিতা বলেন, ‘এটি আন্তর্জাতিক একটি স্বীকৃতি।’ বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকেই এবার নির্বাচিত করেছেন।

তিনি আরো বলেন, এই সম্মাননার খবর যখন আমার কাছে আসে তখন সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো সেই সময়টার কথা বারবার চোখের সামনে চলে আসছিল। দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেছে, ভাবতেই অবাক লাগে।

অশনি সংকেত আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক স্বীকৃতি এনে দিয়েছিল। এ সম্মাননা যেন আমার জীবনে অশনি সংকেতের ভূমিকা আরও পরিপূর্ণ করে তুলেছে। সবার কাছে দোয়া চাই আমি।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে