শনিবার, ২৬ মে, ২০১৮, ০৪:৪০:৫৬

২২ বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার মৌসুমীর

২২ বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার মৌসুমীর

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী বিয়ে করেছেন প্রায় ২২ বছর অতিবাহিত হয়েছে। ২২ বছরের বিবাহিত জীবনে একবারও শ্বশুরবাড়ি যাওযা হয়নি মৌসুমীর। মৌসুমীর শ্বশুরবাড়ি বরিশালের গৌরনদীতে। অর্থৎ জনপ্রিয় চিত্র নায়ক ওমর সানী জন্মভিটা বরিশালের গৌরনদীতে। বরিশালে বাড়ি হয়ে ওমর সানী বড় হয়েছেন ঢাকাতে।

ব্যস্ততার কারণে নিজের শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি মৌসুমির। দীর্ঘ ২২ বছর পর এবার শ্বশুরবাড়িতে গেলেন মৌসুমি। স্থানীয় একটি ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতেই মূলত সেখানে গিয়েছিলেনওমর সানী-মৌসুমী। আর সেসময় নিজের পৈতৃক ভিটাতেও ঘুরে এসেছেন বলে জানান ওমর সানি।

এ বিষয়ে সানী বলেন, ‘আমার বাড়ি বরিশালে, তবে বেড়ে ওঠা ঢাকায়।কিন্তু আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না। এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল যাওয়া। অনেকটাই রথ দেখে কলা বেচার অবস্থা। কারণ আমরা বরিশালে মূলত ‘বি-২ ফ্যাশন হাউজ’র শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলাম। সুযোগ পেয়ে একটু ঘুরে আসলাম। গতকাল রাতে আমরা ঢাকায় ফিরেছি। ছোট একটা ট্যুর ছিল। তারপরও মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাকে অনেক সম্মান, ভালোবাসা দিয়েছে।’

‘বি-২ ফ্যাশন হাউজ’র কর্ণধার বিথী পোদ্দার এ প্রসঙ্গে বলেন, ‘ওমর সানি ও মৌসুমী বাংলাদেশের আইডল। সানী ভাই আমাদের বরিশালের বড় ভাই, আর মৌসুমী আমাদের ভাবী। যে কারণে আমরা আমরা তাদের দিয়ে ফ্যাশন হাউজ উদ্বোধন করিয়েছি। বরিশালের অনেকেই আছেন যারা ঢাকা গিয়ে শপিং করেন। এখন থেকে আর করতে হবে না। বরিশালে বসেই পাবেন বিশ্ব মানের পোশাক।’

‘বি-২ ফ্যাশন হাউজ’ টি গতকাল ২৫ মে সন্ধ্যায় এর উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার বিথী পোদ্দার ও বাবুল পোদ্দারসহ এলাকার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ।

উল্লেখ্য, বরিশাল যাওয়ার বিষয়টি একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানেও বলেছে ছিলেন ওমর সানী। যদিও তখন তিনি ঠিক কখন কবে বরিশালে যাবে সেটা বলেননি। আর হঠাৎ নিজ পৈতৃক ভিটাতে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন এ তারকা দম্পতি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে