বুধবার, ১৩ জুন, ২০১৮, ০৯:১৩:১৬

'ও গায়ক সাব, এইহানে একটু বইয়া একটা বিড়ি খান’

'ও গায়ক সাব, এইহানে একটু বইয়া একটা বিড়ি খান’

বিনোদন ডেস্ক: গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আসিফ আকবরকে ১০ হাজার টাকা মুসলেকায় জামিন মঞ্জুরের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। গত ১১ জুন সোমবার জামিন পান আসিফ। এর আগে তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় গত ৫ জুন দিবাগত রাত দেড়টায় তেজগাঁওয়ের এফডিসি এলাকায় নিজ স্টুডিও থেকে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডির একটি টিম।

কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা আসিফ ফিরে এসে কারাগারে কাটানোর অভিজ্ঞতার কথা ফেসবুক স্ট্যাটাসে জানালেন তার ভক্তদের।

নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসিফ জানান, ‘‘বালিশটা প্রথমে বানানো হয়েছিল শিমুল তুলো দিয়েই। মাথা রেখে মনে হলো গ্রানাইট পাথরের সঙ্গে বাড়ি খেয়েছি। পিঠের নিচে বেড শিট স্যাঁতস্যাঁতে লাগছিলো। এতো কিছু কে দেখে, চোখ জুড়ে ঘুমের সীমাহীন আক্রমণ। কোলবালিশ আর কাঁথা আমার নিত্যসঙ্গী, ভাবার সময় নেই। মশাদের সান্নিধ্যে ভ্যাপসা গরমে ঘুমালাম প্রায় দুই ঘণ্টা। আমার রুটিন এখানে চলবে না। তাই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে রাতের খাবার খেয়ে নিলাম ঝটপট। নইলে আবার অভুক্ত থাকতে হবে।

তেলাপিয়া মাছের দোপেঁয়াজা খুব টেস্টি ছিলো উল্লেখ করে তিনি বলেন, ‘তেলাপিয়া মাছের দোপেঁয়াজা খুব টেস্টি ছিলো। অমৃতের স্বাদ পেয়েছি, জীবনে এতো ভালো খাইনি। খাওয়া শেষে রুমের প্যাসেজে হাঁটা শুরু, একজন ডাকলেন- ও গায়ক সাব, এইহানে একটু বইয়া একটা বিড়ি খান, আমনে তো মেশিনের লাহান খানা আর ‘আডা’শুরু করসেন। বরিশালের মূলাদীর মানুষ তিনি। পাশে গিয়ে বসলাম, আস্তে আস্তে সবাই আসা শুরু করলেন, আমিও ফর্মে ফেরার সিগন্যাল পেলাম।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে