শনিবার, ১৬ জুন, ২০১৮, ০২:৪৯:২৯

বলিউডে খানদের ঈদ উদযাপন

বলিউডে খানদের ঈদ উদযাপন

বিনোদন ডেস্ক: আজ ঈদ। আর ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে যেন সবার মাঝেই ছড়িয়ে যায়। আর তার ব্যতিক্রম হয় না তারকারদেরও মধ্যেও। সাধারণ আট দশজন মানুষের মতো আয়োজন করেই ঈদ উৎসব পালন করেন তারকারা।

এরই মধ্যে বলিউডেও খানরা প্রস্তুতি নিয়েই ঈদ উদযাপন করেন। বহির্বিশ্বে বলিউড মানেই খান পরিবার- আমির, সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই বলিউডকে চেনেন। ভক্তদের মধ্যে তো বটেই অন্যদেরও আগ্রহ থাকে এই খানদেরই ঘিরে।  তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঈদ উদযাপন করেন বলিউডের এই খানরা।

শাহরুখ খান:
‘বলিউড বাদশা’ শাহরুখ খানের কাছে ঈদ হলো বিশেষ কিছু। মিলনের উৎসব। ফলে ঈদের দিনটি কখনোই একা কাটাতে চান না এ তারকা। বলিউডের কিং খান প্রতিবারের মতো এবারও  নিজ বাংলো মান্নাতেই ঈদ উদযাপন করবেন । কিং খানের ঈদের দিন শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদের দিন সকালবেলা তাঁর বাড়িতেই হয় ঈদের জামাত, নামাজ পড়াতে আসেন মৌলভি।

এরপর মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের ‘ঈদ মোবারক’ জানান শাহরুখ। নিজেদের মতো করেই স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে দিনটি বেশ আনন্দেই কাটান বলিউড এ তারকা।  তবে পরিবারের সঙ্গে দিনটি কাটালেও ভক্তদের জন্য টুইট বার্তা পাঠিয়ে শুভেচ্ছা বিণিময় করেন কিং খান।

সালমান খান:
ঈদে ভক্তদের সালমান খানকে ঘিরে আগ্রহ যেন একটু বেশি থাকে । আর সালমানও যেন তার ভক্তদের কোন ভাবেই নিরাশ করতে চান না। তাই প্রতি ঈদেই হিট সব সিনেমা উপহার দিয়ে প্রমাণ করেন ঈদ মানেই সালমান খান। শুধু সিনেমা উপহার দিয়ে নয়, টুইটারে ভক্তদের উদ্দেশ্যে টুইট বার্তা দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন সাল্লু। তবে এতসবের বাইরেও ঈদ নিয়ে থাকে তার কিছু পরিকল্পনা। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব একটু বেশি নজরদারিতে রাখেন এ তারকা। মা-বাবা, ভাইদের নিয়েই থাকে পরিকল্পনার প্রধান অংশ।

তাই ঈদের দিন সকালটা বাবা আর ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি। বাকিটা সময় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটান বলিউডের এ তারকা। এছাড়াও পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন সালমান।এদিন বলিউডের অনেক তারকাই নিমন্ত্রিত থাকেন সালমানের বাড়িতে। প্রতি বছরের ন্যায় এবছরও থাকছে সালমানের ঈদের সিনেমা ‘রেস থ্রি’। যা গতকাল মুক্তি পেয়েছে।

আমির খান:
বলিউডের আরেক খান আমির খানের ঈদ উদ্‌যাপন শাহরুখ ও সালমানের চেয়ে একটু আলাদা। খুবই সাদামাটা আর অনাড়ম্বরভাবে ঈদ উদ্‌যাপন করেন তিনি। দিনটি বিশেষ হলেও প্রতি বছর প্রায় একইভাবে ঈদ পালন করেন এই তারকা। ঈদকে একেবারেই ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদযাপন করেন আমির। পরিবারের সদস্য আর হাতেগোনা কয়েকজন বন্ধুকে নিয়েই দিনটি কাটান তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়েই পরিবারকে সময় দেন আমির। তবে ঈদের দিন শুটিংয়ের কাজ সাধারণত রাখেন না। স্ত্রী, ছেলেকে নিয়েই ঈদের দিন পরিকল্পনা থাকে তার। সন্ধ্যার পর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন আমির খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে