বুধবার, ২০ জুন, ২০১৮, ০৮:২১:১৩

জিৎ- দেবের মার্কেট খারাপ কেন?

জিৎ- দেবের মার্কেট খারাপ কেন?

বিনোদন ডেস্ক: ঈদের ছবির নিরিখে ‘সুলতান’ বক্স অফিসে সামান্য ঠান্ডা। এর আগে ‘ইনস্পেক্টর নটি কে’ জমেনি। পয়লা বৈশাখে ‘কবীর’-ও বক্স অফিস জমাতে পারেনি। জিৎ ও দেব- কলকাতার দুই সুপারস্টারের কেন ব্যাটে বলে জমছে না?

টালিউডের তিন নায়কের নামের পাশেই ‘সুপারস্টার’ শব্দটি ব্যবহৃত হয়। প্রথম নামটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দ্বিতীয় নামটি জিৎ। তৃতীয় নামটি দেব। প্রথমজন আছেন আগের মতোই। বছরের শুরু থেকেই প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করছেন। কিন্তু এ বছরের প্রথমভাগে দ্বিতীয় আর তৃতীয়জনের থেকে আমাদের আশা অনেকটাই বেশি ছিল। বছরের প্রথমভাগ কেমন গেল জিৎ আর দেবের প্রথমে সেদিকে নজর রাখা যাক। 

এ বছর জিতের প্রথম মুক্তি ‘ইনস্পেক্টর নটি কে’। বক্স অফিসে পুরোদস্তুর মার খেয়েছে ছবিটি। দ্বিতীয় মুক্তি ‘সুলতান’। ঈদের সময়ে জিৎ সাধারণত সুপারহিট বা ব্লকবাস্টারের বাইরে কথা বলেননি বহু বছর। কিন্তু ‘সুলতান’ সেখানে ব্যর্থ। প্রসঙ্গত জিতের বিশাল সংখ্যক ফ্যান রয়েছেন বাংলাদেশে। কিন্তু এই ঈদে ‘সুলতান’ মুক্তি পায়নি বাংলাদেশে। অতএব সুলতানের লাভ লোকসান পুরোটাই কলকাতার বাজারের উপরই নির্ভর করছে।

অন্যদিকে বছরের প্রথমভাগে ‘দেব’ নিয়ে এসেছিলেন ‘কবির’। দেব বছরের শুরু থেকেই জানিয়েছেন, এমন কনটেন্ট নিয়ে কাজ করতে চান তিনি, যা কলকাতার দর্শক আগে দেখেননি। ‘কবির’ ছিল তেমনই প্রচেষ্টা। 

যে ছবির বিষয়ভাবনা, চিত্রগ্রহণ থেকে নায়িকা রুক্মিণীর অভিনয় সবকিছুই নজর কেড়েছে। কিন্তু সমস্যা হয়েছে উল্টো। ছবি নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শকদের আগ্রহ থাকলেও সিঙ্গেল স্ক্রিনে এ ছবি তেমন দর্শক আনেনি। বক্সঅফিস কালেকশনে ছবিটি সুপারহিট বা ব্লকবাস্টার কিছুই হয়নি। 

বছরের প্রথমভাগ তাই তার ভালো যায়নি। দ্বিতীয়ভাগে নিয়ে আসছেন কমেডি স্বাদের ‘হইচই আনলিমিটেড’। ছবিটি নিয়ে খুব বেশি প্রত্যাশা করা সম্ভব নয়। এ বছরের শেষদিকে দেব মুক্তি দিতে চায় সুবাসিনী মিস্ত্রি বায়োপিক। 

সে ছবি কেমন হবে, বক্সঅফিস কালেকশনই বা কেমন হবে, তা অবশ্য এখন থেকে বলা সম্ভব নয়। কিন্তু একটা চিত্র স্পষ্ট, জিৎ আর দেব, দু’ জনেরই ছবি ঘিরে যে উন্মাদনা ছিল কলকাতার সাধারণ দর্শকের মধ্যে। সেটা নেই বললেই চলে।

কেন? টালিউডের বিভিন্ন প্রযোজক, সিনেমাহল মালিক ও সাধারণ দর্শকের সঙ্গে কথা বলে উত্তর খোঁজার চেষ্টা করেছে কলকাতার গণমাধ্যম। যে কারণগুলো উঠে এসেছে, সেগুলো কিছুটা এরকম,

১) রিমেক ছবিতে দর্শক জিৎকে আর দেখতে চায় না। অনলাইনের সুবাধে ‘সুলতান’ টাইপ সিনেমা দর্শকের আগেই মুখস্থ।

২) জিতের সঙ্গে জুটি তৈরির নিরিখে যে পরীক্ষানিরীক্ষা চলছে, সেটা আর জমছে না। দর্শক জিতের পাশে খুঁজছেন কোয়েল, শ্রাবন্তী বা শুভশ্রীকে।

৩) ‘ফর্মুলা ফিল্ম’- এর বাইরে বেরিয়ে ভিন্ন কনটেন্টের ছবিতে জিতকে দেখতে চাচ্ছে দর্শক। সে ক্ষেত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি জমতেই পারে।

৪) দেব যে রিমেক ছবি থেকে শতভাগ নিজেকে সরিয়ে নিয়েছেন, তাতে দর্শক খুশি। কিন্তু দেবের রোমান্টিক ইমেজকে খুব মিস করছে সাধারণ দর্শক।

৫) দেবের পাশে রুক্মিণীকে যেমন দেখতে চায় দর্শক, তেমনই শ্রাবন্তী-শুভশ্রীকে নিয়মিত দেখতে চায়।

তবে কলকাতার সাধারণ দর্শক এখনো আশাবাদি। এখনো এই দুই সুপারস্টার পা ফেললে ভক্তদের তাড়াতে পুলিশ লাগে। সেখানে হল পরিপূর্ণ করাটা দূরহ কিছু নয়। কিন্তু তাঁরা যেসব প্রোজেক্ট বেছে নিয়েছেন, তাতে মন পুরোটা ভরছে না দর্শকের। সময়ই বলে দিবে এ সুপারস্টারদের ভাগ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে