রবিবার, ২২ জুলাই, ২০১৮, ০৫:১৫:০২

‘সঞ্জু’ পুনঃনির্মাণের ঘোষণায় খেপেছেন সঞ্জয়ের বোন নম্রতা

‘সঞ্জু’ পুনঃনির্মাণের ঘোষণায় খেপেছেন সঞ্জয়ের বোন নম্রতা

বিনোদন ডেস্ক: সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ সঠিকভাবে নির্মিত হয়নি। তাই সঞ্জয় দত্তের জীবন কাহিনী নিয়ে আবার বায়োপিক নির্মাণ করতে চলেছেন পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি এমন ঘোষণা দেন বলিউডের প্রথিতযশা এই পরিচালক। আর এতেই চটেছেন সঞ্জয় দত্তের বোন নম্রতা দত্ত।

সঞ্জয় দত্তকে নিয়ে রামগোপাল ভার্মার ছবি নির্মাণের ঘোষণায় অন্য সবাই সায় দিলেও, এমন পদক্ষেপের ঘোর বিরোধী সঞ্জয় দত্তের ছোট বোন নম্রতা দত্ত। বরং তিনি এমন ঘোষণায় বেজায় ক্ষুব্ধ। সঞ্জয়ের অতীত নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলেই মনে করেন নম্রতা।

পরিচালক রাজকুমার হিরানির নির্মিত ‘সঞ্জু’ ছবিতে, ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়টি পরিষ্কার করা হয়নি বলে মনে করেন রামগোপাল ভার্মা। শুধু তিনি নন, অনেকেই মনে করেন ছবিতে সঞ্জয় দত্তকে নির্দোষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমন গুঞ্জনের জের ধরেই সঞ্জয় দত্তকে নিয়ে পুনরায় ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন রামগোপাল ভার্মা। কিন্তু সঞ্জয়ের জীবনী নিয়ে আবার চলচ্চিত্র নির্মিত হোক তা কিছুতেই চাইছেন না নম্রতা।

ভারতীয় সংবাদ মাধ্যম মিড-ডে কে দেওয়া এক সাক্ষাৎকারে নম্রতা বলেন, ‘১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার ঘটনা সঞ্জয়ের জীবনে এক দুর্ভাগ্যজনক অধ্যায়। সে এটা অতীতে ফেলে এসেছে। কেন রামগোপাল ভার্মা বিষয়টিকে নিয়ে বাড়াবাড়ি করছেন! যদি সঞ্জয় তাঁর জীবন নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে আমরা তাঁকে বাধা দেওয়ার কে! তিনি (রামগোপাল ভার্মা) কেন একটা মানুষের অতীত যন্ত্রণা ডেকে আনতে চাইছেন!’

এদিকে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ একের পর এক রেকর্ড ভেঙে আলোচনার জন্ম দিয়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৫২৮ কোটি ৪৭ লাখ রুপি আয় করে বলিউডের সর্বোচ্চ ব্যবসাসফল ছবির তালিকায় ১১ নম্বরে রয়েছে ছবিটি।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে