রবিবার, ২২ জুলাই, ২০১৮, ০৮:৩২:২৯

না, না, এসব সত্য নয়: ইলিয়াস কাঞ্চন

না, না, এসব সত্য নয়: ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। তবে এই অভিনেতা নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনয় থেকে।

এই তারকা এখন ব্যস্ত আছেন নিজের সংগঠন ও ব্যবস্যা নিয়ে। তিনি সম্প্রতি অনলাইন পোর্টালের সাথে সাক্ষাৎকারের খোলামেলা কথা বলেছেন।

সাংবাদিকের রাজনৈতিক গুঞ্জন সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন যেটা নিয়ে কাজ করছি, সেখানে আমার প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা মনে করেন, আমি যদি রাজনীতিতে আসি, তাহলে তাদের জন্য অনেক কিছু করতে পারব। কিন্তু, বাংলাদেশের রাজনীতির যে ধারা সেখানে একজন এমপি হয়ে কিছুই করার নাই। এমনকি ছোটখাটো একজন মন্ত্রী হয়েও কিছু করার থাকে না। দলের অনুগত হয়েই থাকতে হয়। যেমন: সোহেল তাজের মতো একজন ভালো মানুষও কিন্তু টিকতে পারলেন না।’

রাজনীতিকে অপমানের ধারা উল্লেখ্য করে তিনি বলেন, ‘রাজনীতির এমন ধারা থাকলে অপমানিত হতে হয়। তো এই ধারা যতদিন থাকবে, ততদিন আসলে আমার রাজনীতি করার ইচ্ছে নেই।’

নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন এমন গুঞ্জন বহুদিন ধরেই। এ বেপারে প্রশ্ন করা হলে নায় কাঞ্চন বলেন, ‘না, না, এসব সত্য নয়। আমার কাছে মানুষের যেমন প্রত্যাশা, তেমনি আমিও মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার মতো যদি পরিস্থিতি কখনো পাই, তখন ভেবে দেখব। আমার নিজের জন্য কিছুর দরকার নেই, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমি বেঁচে থাকার জন্য দুটো খেতে পারলেই হলো। মানুষের জন্য কাজ করার সে রকম কোনো সুযোগ যদি আসে, পার্টির প্রধানরা যদি কখনো বলেন, আপনাকে এটার দায়িত্ব নিতে হবে, তখন ভেবে দেখা যেতে পারে। এদেশের মানুষ আমাকে যথেষ্ট সম্মান করেন, সেটা একজন এমপি হয়ে আমি নষ্ট করতে চাই না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে