মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ০৯:০৮:১৩

শাহরুখের বাড়ি, গাড়ি, ঘড়ির দাম কত জানেন?

শাহরুখের বাড়ি, গাড়ি, ঘড়ির দাম কত জানেন?

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহর মোট সম্পত্তির পরিমাণ নাকি ৫,১০০ কোটি টাকা। এর মধ্যে চার কোটি টাকার মেকঅ্যাপ ভ্যানও রয়েছে। এরকম কত খুটিনাটি দামি জিনিস রয়েছে তার সংগ্রহশালায়। দেখে নেয়া যাক সেসব সম্পত্তির হিসেব:

ঘড়ি: ট্যাগ হিউয়ার নামে একটি আন্তর্জাতিক ঘড়ি নির্মাতা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। এই সংস্থা থেকে বেশ কয়েকটি দামি ঘড়ি উপহার পেয়েছেন তিনি। জানা যায়, এর প্রতিটির দাম আড়াই লক্ষের উপরে। 

বাইক: হারলে ডেভিডসনের একটি ডায়ানা স্ট্রিট বব ক্রুজার মোটর বাইক রয়েছে শাহরুখের। দাম দশ লক্ষের কাছাকাছি।

গাড়ি: বেন্টলে কন্টিনেন্টাল জিটি বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি। এই গাড়িটির বর্তমান বাজারমূল্য চারকোটি টাকা। বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ির ডিজাইনটি স্পোশাল তার জন্য তৈরী। অডি এ-সিক্সও রয়েছে তার। বলিউডের খুব কম তারকার কাছেই রোলস রয়েস রয়েছে। শাহরুখ তাদের একজন। গাড়িটির মূল্য ৪.১ কোটি।এ ছাড়াও বিএমডব্লিউ-সিক্স সিরিজের ১.৩ কোটি টাকার একটি গাড়ি, বিএমডব্লিউ-সেভেন সিরিজের ২ কোটি টাকার একটি গাড়ি, বিএমডব্লিউ আই-এইট সিরিজের ২.৬ কোটি টাকার একটি গাড়িও রয়েছে কিং খানের গ্যারাজে। বুগাত্তি ভেইরন ব্রান্ডেরও একটি গাড়ি রয়েছে কিং খানের। বলিউডের একমাত্র তারকা যাঁর কাছে এই গাড়িটি রয়েছে। দাম ১৪ কোটি টাকা। গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০০ কিমি। এ ছাড়াও শাহরুখের রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ এস৬০০। দাম প্রায় ২.৮ কোটি টাকা। 

মেকআপ ভ্যান: শাহরুখের রয়েছে বেশ কয়েকটি ‘কাস্টমাইজড’ মেক আপ ভ্যান। তবে সবচেয়ে মূল্যবান মেক আপ ভ্যানটির দাম প্রায় ৩.৮ কোটি।

বাড়ি: পাম জুমেরিয়াতে রয়েছে শাহরুখের নিজস্ব বাড়ি। ১৪ হাজার বর্গফুট জায়গা জুড়ে এই বাড়ি তৈরী করা হয়েছে। শুধু জমি কিনতেই শাহরুখের খরচ হয়েছিল ২৪ কোটি টাকা। বাড়িতে সিনেমা হল থেকে শুরু করে বিচও রয়েছে। লন্ডনের পার্ক লেন ব্রিটিশদের অভিজাত এলাকা। ২০০৯ সালে ১৭২ কোটি টাকা খরচ করে সেখানে বাড়ি কিনেছিলেন। মান্নতের খবর তো প্রায় সবার জানা। বান্দ্রার সমুদ্রতটের কাছে অবস্থিত। এখানেই সবচেয়ে বেশি সময় কাটান তিনি। তাইতো অনুরাগীদেরও ভিড় লেগে থাকে। গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়ির নকশা তৈরি করা হয়েছিল। বাড়িটির বর্তমান বাজার মূল্য ২০০ কোটি টাকারও বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে