শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৭:২৫

বাংলাদেশের সামর্থ্য আছে চ্যাম্পিয়ন হওয়ার: অপূর্ব

  বাংলাদেশের সামর্থ্য আছে চ্যাম্পিয়ন হওয়ার: অপূর্ব

বিনোদন ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বের ১ম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় সারে পাঁচটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব মনে করেন তামিমের না থাকাটা মনোবল দুর্বল করে। তিনি বলেন, ‘মুশফিককে প্রথম ম্যাচে দেখে মনে হচ্ছে হি ইজ ভেরি মাচ ডিটারমাইন্ড। এটা পুরা দলের খুব করে দরকার। আমাদের যে সমস্যাটা স্থায়ী হয়ে যাচ্ছে। সিনিয়ররা সব সময় পারফর্ম করে যাচ্ছে। তামিম ইকবাল পুরো টুর্নামেন্টে থাকবে না, এটা একটু হলেও মনোবল দুর্বল করবে।’

তবে তিনি জুনিয়রদের দায়িত্ব নিয়ে খেলার পক্ষে মত দিয়ে বলেন, ‘জুনিয়র প্লেয়ারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। প্রথম ম্যাচের মোহাম্মদ মিঠুন একটা লাইফ পাওয়ার পর পারফর্ম করলেন। যেভাবে আউট হলেন সেটা আবার মানা যায় না। আমি জানি, এবারও সেই সিনিয়ররাই ভালো খেলবে। তবু প্রত্যাশা করি যেন এক-দুজন জুনিয়র অবাক করা কিছু করে দেখায়।’

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ আছে বলেও মনে করেন তিনি। অপূর্ব বলেন, ‘ বাংলাদেশের সামর্থ্য আছে চ্যাম্পিয়ন হওয়ার। তবে ভারতও কোনভাবে হালকা দল নয়। আবার পাকিস্তানেরও চমক দেখানোর রেকর্ড আছে। আমি তো চাইবো বাংলাদেশ জিতুক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে