মঙ্গলবার, ০৯ অক্টোবর, ২০১৮, ০১:১৭:১৯

মালালার সেই অনুরোধ রাখলেন শাহরুখ খান

মালালার সেই অনুরোধ রাখলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: ২০১৬ সালে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ খান। তখন যেতে পারেননি। তবে এবার যাবেন বলে কথা দিলেন। আর কথা দেওয়ার পেছনে সবটুকু প্রশংসার দাবিদার সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ও সমাজকর্মী মালালা ইউসুফজাই।
শাহরুখকে দুই বছর আগের সেই নিমন্ত্রণ স্মরণ করিয়ে দিয়েছেন মালালা।

২০১৬ সালে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলের অধ্যক্ষ অ্যালেন রাসব্রিজার শাহরুখ খানের উদ্দেশে একটি টুইট করেছিলেন। লিখেছিলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমরা কি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারি? তারা তোমাকে ভালোবাসে (আমি অধ্যক্ষ)।’

দুই বছর পর অধ্যক্ষ ও শাহরুখকে সেই নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিতে মালালা টুইটারে লিখেছেন, ‘এখনো অপেক্ষা করছি!’

কিং খান মালালার অনুরোধ শুনেছেন। উত্তরে বলেছেন, ‘নিশ্চিতভাবেই তা করতে ভালোবাসি এবং তোমার সঙ্গে দ্রুতই দেখা হবে। খুব খুব দ্রুত আমার টিম শিডিউল ঠিক করবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে