বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, ০৮:১১:৪৩

একমাত্র ছেলের জন্য সবার কাছে আইয়ুব বাচ্চুর অনুরোধটা কী ছিল?

একমাত্র ছেলের জন্য সবার কাছে আইয়ুব বাচ্চুর অনুরোধটা কী ছিল?

বিনোদন ডেস্ক : ছেলে আহনাফ তাজোয়ার। শৈশবকাল থেকে বাবার পথ ধরে গিটার চর্চা করে আসছেন। বাবা তাকে ডাকতেন তাজো নামে। নিজের ছেলেকে নিয়ে আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘আমি চেয়েছি আহনাফের সংগীতজীবনের শুরুটা হোক একটা ভালো জায়গায়। ওর শুরুটা হোক আপনাদের নিয়ে, পুরো দেশকে নিয়ে। সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে আর এলআরবিকে যেভাবে ভালোবেসেছেন, আমার ছেলেকেও একইভাবে ভালোবাসবেন।’

এ কথাগুলো নিজের ছেলে আহনাফকে নিয়ে বলেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।

সময়টা তখন ২০১৪ সাল। বামবার একটি কনসার্টের মধ্য দিয়ে একই মঞ্চে পারফর্ম করেছিলেন বাপ-ছেলে। ছেলেকে নিয়ে বলতে গিয়ে আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘ছোটবেলায় বুঝতে পারলাম, গিটারে তাজোর খুব আগ্রহ। এরপর ওর হাতে গিটার তুলে দিই। আমার কাছেই ওর গিটারে হাতেখড়ি হয়েছে।’

তাজোয়ার প্রথম গিটার হাতে পায় ২০০৪ সালে। তখন সে ক্লাস ওয়ানের ছাত্র। বাবা অস্ট্রেলিয়া থেকে উপহার হিসেবে নিয়ে আসেন গিটারটি। এরপর ধীরে ধীরে তাজোয়ার গিটার শেখা শুরু।

২০১০ সালের জানুয়ারি থেকে তিনি নিয়মিত গিটার বাজান। বাবার অনেক গানই পছন্দ তাজোর। তবে খুব ভালো লাগে ‘তারা ভরা রাতে’, ‘চলো বদলে যাই’, ‘নীল বেদনা’,‘চাঁদ মামা’,‘ঘুম ভাঙা শহরে’,‘মন চাইলে মন পাবে’ গানগুলো।

আইয়ুব বাচ্চুর ছেলে ভালো গিটার বাজাতে পারলেও পড়াশুনায় ব্যস্ত তিনি। পরিসংখ্যান নিয়ে পড়াশুনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। তিনি কানাডাতেই থাকেন। বাবার মৃত্যুর সময় তাই পাশে থাকতে পারেননি। আজ দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে