শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ০২:৫৫:১৮

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক : আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। জুমার নামাজ শেষে কানায় কানায় পূর্ণ ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির বাসায় হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। সকাল সাড়ে ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
জাতীয় ঈদগাহে জানাজার পর মগবাজারে কাজি অফিস গলিতে আইয়ুব বাচ্চুর গান তৈরির কারখানা ‘স্টুডিও এবি কিচেন’-এ শেষবারের মতো তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। চ্যানেল আইয়ের আনুষ্ঠানিকতা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ আবারও স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

সেখান থেকে চট্টগ্রামে নেয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ। নিজ শহর চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে দাফন করা হবে।

জানাজা নামাজে সর্বস্তরের মানুষের মাঝে সৈয়দ হাসানুর রহমান (হাসান), মাহফুজ আনাম জেমস, মাকসুদুল হকসহ বিভিন্ন সঙ্গীতশিল্পীকে দেখা গেছে। এছাড়া এলআরবি, মাইলস, সোলস-সহ সকল ব্যান্ডের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
এর আগে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় রূপালি গিটার ছেড়ে চলে যাওয়া আইয়ুব বাচ্চুকে।  কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তাকে প্রথম জানাজার জন্য জাতীয় ঈদগাহে নেয়া হয়।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে