শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ০৮:৫৯:৪২

আইয়ুব বাচ্চুর জানাযায় কাঁদলেন চট্টগ্রামবাসী

আইয়ুব বাচ্চুর জানাযায় কাঁদলেন চট্টগ্রামবাসী

বিনোদন ডেস্ক: চট্টগ্রাম নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর শেষ জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু তালেব মোঃ আলাউদ্দিন। জানাযায় আইয়ুব বাচ্চুর পিতা মোহাম্মদ ইছহাকও অংশ নেন।

শনিবার বাদ আসর ৪টা ৩৭ মিনিটে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে আইয়ুব বাচ্চুর শেষ জানাযা হয়। জানাযায় আসা সকল শ্রেণীর মানুষের চোখ অশ্রুসিক্ত হয়। ভারি হয়ে উঠে চট্টগ্রামের বাতাস। আইয়ুর বাচ্চুর বাবা সবার কাছে ছেলের জন্য দোয়া চান।

জানাযায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু।

এর আগে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে দুপুর থেকে জমিয়াতুল ফালাহতে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। ২টা ৪০ মিনিটে তাকে সেখানে নেয়া হয়। জানাযা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বাইশ মহল্লা কবরস্থানে। যেখানে মায়ের পাশে সমাহিত হবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে