শনিবার, ২০ অক্টোবর, ২০১৮, ১০:০৬:৫৪

'মুসলিম হল ইনস্টিটিউট কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করা হবে'

'মুসলিম হল ইনস্টিটিউট কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করা হবে'

বিনোদন ডেস্ক:  চট্টগ্রামের মুসলিম হল ইনস্টিটিউট কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, আইয়ুব বাচ্চু চট্টগ্রামের সম্পদ ছিলেন। দেশকে তিনি অনেক কিছু দিয়েছেন। এখন আমাদের দেয়ার পালা।

আজ শনিবার চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শিল্পীর নানাবাড়িতে তাঁর মরদেহ হস্তান্তরের সময় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, চট্টগ্রামে অবস্থিত মুসলিম হল ইনস্টিটিউট আইয়ুব বাচ্চুর নামে নামকরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

নাছির উদ্দীন বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর পেয়ে আমি খুবই ব্যথিত। তার মরদেহ গ্রহণ করার জন্য আমি বিমানবন্দরে গিয়েছিলাম।

চসিক মেয়র জানান, লাশ গ্রহণ করে আইয়ুব বাচ্চুর মামা আবদুল আলিমের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, আইয়ুব বাচ্চুর জানাজা ও লাশ দাফন পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ব্যবস্থা করবে।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে তার মরদেহ বহনকারী ইউএস বাংলার ১০৩ নম্বর ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দের সব আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহটি পূর্ব মাদারবাড়ি তাঁর নানাবাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে