বৃহস্পতিবার, ০৮ নভেম্বর, ২০১৮, ০৫:৩৪:০৭

৪ প্রথিতযশা শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৪ প্রথিতযশা শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের প্রবীন অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা ও অসহায়ত্ব দূর করতে এই চার প্রথিতযশা শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতি দরিদ্র রোগী কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দেন। এছাড়াও প্রবীর মিত্রকে ২৫ লাখ টাকা, কানিজ ফাতেমা জলিকে ২৫ লাখ টাকা, নূতনকে ২০ লাখ টাকা এবং কুদ্দুস বয়াতিকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী অসহায় এসব শিল্পীদের অনুদান দেয়ায় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ডি এ তায়েব ও সাধারণ সম্পাদক জিএম সৈকত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে