বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৬:১৭

‘এই লেন (নেন) হাইকোর্টের কাগজ, আপনারা তো দিলেন না, খুব ভোগান্তি দিলেন'

 ‘এই লেন (নেন) হাইকোর্টের কাগজ, আপনারা তো দিলেন না, খুব ভোগান্তি দিলেন'

বিনোদন ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। এরপর ইসিতে আপিল করেন হিরো আলম। উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়া বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম আদেশের কপি নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন তিনি। এসময় ইসির সংশ্লিষ্ট কর্মকর্তার উদ্দেশে হিরো আলম বলেন, ‘এই লেন (নেন) হাইকোর্টের কাগজ, আপনারা তো দিলেন না। খুব ভোগান্তি দিলেন ভাই আপনেরা।’

এর আগে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন। আদেশের পর হিরো আলম বলেন, ‘ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম। আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায়বিচার পাওয়া যায়, তা প্রমাণ হল। ইসি যে বলছিল-আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে।’

এ সময় এক কর্মকর্তা বলে ওঠেন, আরে হিরো আলম ভাই, আপনি এলে লোকজন ভিড় করেন, অথচ অন্যরা এলে এত লোক হয় না। আপনি সত্যিকারের হিরো ভাই। এ সময় কিছুটা মৃদু হেসে সহজ সরল হিরো আলম বলেন, ‘এ সবই আপনাদের ভালোবাসা, ভাই। কাগজপত্র বুঝে লেন(দেন), ভালো করে দেখেশুনে সই করে লেন! আমাকে যেন আর না আসতে হয়।’

এ সময় ইসির আরেক কর্মকর্তা কিছুটা টিপ্পনি মেরে বলে উঠেন, ‘আপনার সাহস আছে ভাই, আপনি পারেন।’ এমন কথার উত্তরে হিরো আলম দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সাহস আছে বলেই তো ইসি আমাকে সিংহ মার্কা দিল। এখনই মরে গেলেও আমার আর কোনো কষ্ট থাকবে না। জীবনে যা পাওয়ার, সব পাইছি। বাকি জীবন বাঁচব শুধু মানুষের জন্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে