শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৮:০৩:৪৪

ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হওয়া উচিত: বাঁধন

 ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হওয়া উচিত: বাঁধন

বিনোদন ডেস্ক:  আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন নানা অঙ্গনের তারকারা। তারমধ্যে আছেন অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, সংগীত শিল্পী ও বুদ্ধিজীবীরা। এদিকে লাক্স তারকা আজমেরি হক বাঁধন। যার অভিনয়ে সবাই মুগ্ধ হতেন। সম্প্রতি একাদশ সংসদ নির্বাচনে প্রচারণায় তাকে মাঠে সক্রিয় দেখা যাচ্ছে।

এদিকে নির্বাচন তার ভাবনা কি জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘নির্বাচন সব সময় আমার জন্য বেশ গুরুত্বপুর্ণ। সংবিধান মেনেই এবার নির্বাচন হচ্ছে। সব দলের অংশ গ্রহনে নির্বাচন হচ্ছে। পাঁচ বছর পরপর যেহেতু নির্বাচন আসে সে ক্ষেত্রে সাধারণ জনগণ হিসেবে সবারই একটা আশা থাকে যে যারা ক্ষমতায় আসবে তার দ্বারা কতটুকু উন্নয়ন হবে। আমার ক্ষেত্রেও তেমন।’

তিনি আরও বলেন, ‘আমি বড় হয়েছি বলেতে গেলে শেখ হাসিনা কে দেখে। দশ বছর কিন্তু অনেক লম্বা সময়। তার শেখ হাসিনা ক্ষমতায় যাবার পর থেকে এখন পর্যন্ত উন্ননয় হয়েছে তা দেখেই আমি বড় হয়েছি। আসলে আমার মনে হয় মানুষ তার মত একজন লিডার চান।’

তিনি বলেন, ‘তার উন্নয়ন এখন আমাদের সবার সামনে। আমাদের বাংলাদেশে যদি শেখ হাসিনার মত একজন জন্মগ্রহণ করে তাহলে বাংলাদেশকে কেউ আর পিছিয়ে রাখতে পারবে না। এই দশ বছরে আমার চোখের সামনে যে উন্নয়ন তা তো আমি ভূলতে পারবো না। আর তাই আমি এবার শেখ হাসিনার পক্ষেই ভোট চাই।’

এ সময় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বাঁধান বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই বহিঃবিশ্বে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগত ভাবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। কেননা আমার প্রাক্তন স্বামী আমার বাচ্চা কে এই দেশ থেকে নিয়ে যেতে চেয়ে ছিলো। সে বলে ছিলো এই দেশে বাচ্চার ভবিষ্যত নেই। আমার জন্য আমার দেশ অনেক কিছু তাই আমি চাই দেশের এই উন্নয়ন অন্যহত রাখার জন্য নৌকায় ভোট চাই। আর ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হওয়া উচিত তাহলে বাংলাদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে