মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:৩০:৪৫

আলোকনাথের যৌন হয়রানি মামলায় এবার এলো নতুন মোড়

আলোকনাথের যৌন হয়রানি মামলায় এবার এলো নতুন মোড়

বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী চলমান #মিটু আন্দোলনের ঢেউ এসে লেগেছে বলিউডে। ফেঁসে গেছেন 'ভালোমানুষ' এর ভেকধারী অনেকেই। জনপ্রিয় অভিনেতা আলোকনাথের বিরুদ্ধেও উঠেছে যৌন হয়রানির অভিযোগ। যা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার সেই মামলায় এলো নতুন মোড়। দিনদোশি দায়রা আদালতে আগাম জামিন জন্য অনুরোধ করেছেন আলোকনাথ। এদিকে অভিযুক্ত অলোকনাথের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে প্রস্তুত বিনতার আইনজীবী।

আদালতে অলোকনাথের আগাম জামিনের অনুরোধকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিনতার আইনজীবী। উপযুক্ত জবাব দেওয়ার জন্য আদালতের কাছে থেকে সময় চেয়ে নিয়েছেন। এরপর আদালত সিদ্ধান্ত এসেছে আগামী শুনানি হবে ২০ ডিসেম্বর। এর আগে ২২ নভেম্বর ওয়াশিওয়ারা থানা ৩৭৬ ধারায় অলোকনাথের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হয়েছিল। #মিটু আন্দোলনের জেরে অলোকনাথের বিরুদ্ধে টেলিভিশন প্রযোজক বিনতা নন্দার ধর্ষণের অভিযোগ এনেছিলেন।

বিনতা সহ অনেকে অলোকনাথের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আসায় তাকে শিল্পীদের সংগঠন 'দ্য সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ) থেকে বহিষ্কার করা হয়েছে। মাসখানেক আগে, সিআইএনটিএএর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছিল, 'অনেক ভাবনার পর আমাদের নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অলোকনাথের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্তার অভিযোগ আসায় তাকে সিআইএনটিএএর সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে