শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৭:২২

কৃত্রিম উপায়ে বেঁচে আছেন আলোচিত নির্মাতা খোকন

কৃত্রিম উপায়ে বেঁচে আছেন আলোচিত নির্মাতা খোকন

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অত্যন্ত গুণী চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলামকে কৃতিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তাকে গতকাল উত্তরার বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভোগছিলেন। সর্বশেষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে হাসাপাতালের আইসিইউতে কৃত্রিম উপায়ে বেঁচে আছেন। জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর খোকনকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হয়। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোনো চিকিৎসা নেই বলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন। অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. আরেফিনের তত্ত্বাবধানে শহিদুল ইসলাম খোকনের পেটে অপারেশনের মাধ্যমে টিউব স্থাপন করা হয়। এ টিউব দিয়েই তিন ঘণ্টা পর পর তাকে খাওয়ানো হচ্ছিলো। একপ্রকার অনিশ্চিত জীবন-যাপন করছেন এক সময়ের সাড়া জাগানো এই নির্মাতা। ০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে