বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৯:১১

ওয়েলকাম টিউন নিয়ে যা বললেন তারানা হালিম

ওয়েলকাম টিউন নিয়ে যা বললেন তারানা হালিম

বিনোদন ডেস্ক :  বর্তমানে গানের বাজার আর আগের মত নেই। কিন্তু মোবাইল অপারেটর প্রতিষ্ঠান কিন্তু শিল্পীদের গাওয়া গান থেকেই ওয়েলকাম টিউন করে বেশ ভালো ব্যবসা করে যাচ্ছেন। আর এসব ওয়েলকাম টিউন ব্যবহারে মানা হচ্ছে না কেন  নিয়ম-রীতিই।  

দেখা যাচ্ছে সংশ্লিষ্ট গানের মানুষদের অধিকার বা প্রাপ্য সম্মানির ব্যবস্থা করা হচ্ছে না। সংশ্লিষ্টদের দাবি, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে গান নিয়ে ব্যবসা করছে প্রতিষ্ঠানগুলো। এ জন্য সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়েছিলো অনেকবার। কিন্তু ফল কিছুই হয় নি। তবে এবার বুঝি কিছু একটা হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এখন থেকে নির্দিষ্ট শিল্পীর অনুমতি ছাড়া মোবাইল ফোনে তার গানের ওয়েলকাম টিউন ব্যব্যবহার করা যাবে না। যদি কেউ সেটি করেন তবে তা হবে দন্ডনীয় অপরাধ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধি এবং সংগীতশিল্পী, সুরকার ও গীতিকারদের সঙ্গে বৈঠক শেষে তারানা হালিম এই কথা জানান।

নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি) অথরিটি হিসেবে অনুমোদন দেবে।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে