বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৪:০৪:০৪

ঢাকাইয়া ভাষায় পর্দায় আসছে শেকসপিয়ারের জুলিয়েট

ঢাকাইয়া ভাষায় পর্দায় আসছে শেকসপিয়ারের জুলিয়েট

বিনোদন ডেস্ক : শেকসপিয়ারের সেই বিশ্বখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নাটক নির্মাণ করেছেন নির্মাতা তুহিন হোসেন। ১৮ জানুয়ারি বুড়িগঙ্গার তীর ও ঢাকার আশপাশে এর শুটিং হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে নাটকটি প্রচারিত হবে।

নাটকটিতে রোমিও চরিত্রে দেখা যাবে আরফান নিশোকে আর জুলিয়েটের ভূমিকায় পাওয়া যাবে নুসরাত ইমরোজ তিশাকে।

নাটকটি সম্পর্কে তিশা জানিয়েছেন, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট আমার প্রিয় একটি নাটক। অবশ্য সেই সময়ের প্রেক্ষাপটের সঙ্গে এখনকার প্রেক্ষাপটের বেশ পরিবর্তন ঘটেছে। তবে পরিচালক সেটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন’।

তিনি জানান, ‘নাটকটির সংলাপে ঢাকাইয়া ভাষা ব্যবহার করা হয়েছে। এটি দর্শকদের ভালো লাগবে বলে আমার মনে হয়।’
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে